মনিরুল হক, কোচবিহারঃ
করোনার কোপে পড়ে রথ যাত্রা উৎসবের আনন্দ মাটি হয়ে গেল শীতলখুচির বাসিন্দাদের কাছে।জানা গেছে, শীতলখুচি বাজারের মোট তিনটি রথযাত্রা কমিটি রয়েছে। প্রতি বছর শীতলখুচির অলিগলিতে রথের উৎসবে আনন্দে মেতে উঠত সাধারন মানুষ। কিন্তু সেই উৎসবের আজ ম্লান। সবাই যেন করোনা ভয়ে ঘরবন্দি।
সারা দেশব্যাপী করোনা আবহে যে নিয়ম ও রীতি প্রচলিত আছে, তার বাইরে রথযাত্রা কমিটি গুলো সেই নিয়ম কোনো ভাবেই লঙ্ঘন করবে না। ফলে এই বছর রথের চাকা গড়ায় নি কোথাও। প্রতি বছর এই সময় পার্শ্ববর্তী গ্রাম গুলোতে কাতারে কাতারে মানুষ শীতলখুচি বাজারের রথের উৎসবে আসে। কিন্তু দীর্ঘ লকডাউন চলায় ও মানুষের সুরক্ষার দিকে তাকিয়ে রথযাত্রা কমিটিগুলি শুধু শাস্ত্রীয় রীতিনীতি মেনে পুজো করেছে।
আরও পড়ুনঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবসে বৃক্ষরোপণ
শীতলখুচি পূর্বপাড়া রথ কমিটির প্রধান রঞ্জিত দাস বলেন, ‘এবার লকডাউন চলায় ও প্রশাসনিক নির্দেশে আমরা রথকে রাস্তায় চালাইনি। তবে রথ জগন্নাথ দেবের পুজো নিয়ম মাফিক করা হয়েছে। দর্শনার্থীরা যাতে রথ দেখতে পায় সে ব্যাপারে প্রশাসনিক সাহায্য নেওয়া হয়েছে। রথ যাত্রার এমন পরিস্থিতিতে শীতলখুচি উৎসব কেমন যেন ম্লান হয়ে গেছে।’
স্থানীয় মানুষের বক্তব্য, ‘এবার আর সেই আনন্দ-উৎসব না থাকার কারণে তাদের মনে একটা ভারাক্রান্ত অবস্থা সৃষ্টি হয়েছে। তবে প্রার্থনা করি যেন পৃথিবী থেকে করোনা নির্মূল হয়ে যায়। আবার যেন পৃথিবী আরো সুন্দর হয়ে ওঠে। এই প্রার্থনা করি জগন্নাথ দেবের কাছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584