নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রাজনীতি করলে গায়ে একটু আধটু কালি লাগতেই পারে। কিন্তু সেই কালি সারা গায়ে মেখে বসে থাকার কি কোনো প্রয়োজন আছে? নাহ্। জীবন একটাই তাই কালি ধুয়ে আবার নতুন করে পথ চলতে হয় বইকি। আর তাই একসময়ে যার বিরুদ্ধে রেশন আত্মসাতের অভিযোগ উঠেছিল তিনি এখন খাদ্যমন্ত্রী। নাম তাঁর একই আছে। শুধু বদলেছেন দল। কয়েকদিন আগেই শিবরাজ সিং চৌহান মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে৷ এ দিন মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করা হয়৷ দেখা যায়, শিবরাজ মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিসাহুলাল সিং৷ এর পরেই তাঁকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷
আরও পড়ুনঃ বিধায়ক মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপি সাংসদের
এর আগে কংগ্রেস বিধায়ক ছিলেন বিসাহুলাল৷ কমলনাথ মন্ত্রিসভায় জায়গা না পাওয়ার ক্ষোভ থেকেই তিনি বিজেপি-তে যোগ দিয়েছিলেন৷ এই বিসাহুলালের বিরুদ্ধেই এক সময় গরিবের রেশন আত্মসাৎ করার অভিযোগ তুলেছিল বিজেপি৷ কারণ, আরটিআই করে পাওয়া তথ্যের ভিত্তিতে এক ব্যক্তি দাবি করেছিলেন, বিপিএল তালিকাভুক্তদের জন্য বরাদ্দ করা এক টাকা কেজির চাল এবং গম আত্মসাৎ করেছেন বিসাহুলাল এবং তাঁর পরিবার৷ যা নিয়ে প্রবল শোরগোল হয়৷
বিষয়টি নিয়ে কম অশান্তি করেনি বিজেপিও৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন বিসাহুলাল৷ এখন ওই নেতাকেই খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় বিজেপি-কে পাল্টা বিঁধতে শুরু করেছে কংগ্রেস৷ তারা বলেন, যাঁর বিরুদ্ধে এতদিন গরিবের রেশন আত্মসাতের অভিযোগ তুলল বিজেপি, তাঁকেই কীভাবে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হল?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584