নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রেশন ডিলারদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ উঠল এক আধিকারিকের বিরুদ্ধে।
মুর্শিদাবাদ জেলার কান্দি সদর মহকুমা খাদ্য নিয়ামকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল রেশন ডিলাররা। রেশন ডিলারদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগের ভিত্তিতে বিক্ষোভ দেখাল কান্দির রেশন ডিলাররা।
ডিলারদের অভিযোগ, খাদ্য নিয়ামক অধিকারিক তাদের কাছ থেকে তোলা নিচ্ছেন। মঙ্গলবার মহুকুমা খাদ্য নিয়ামকের দফতরের সামনে বিক্ষোভ দেখানো ছাড়াও কালা দিবস পালন করলেন ডিলাররা।
আরও পড়ুনঃ সরকারি অফিসে কাজে যোগদানের নয়া নির্দেশিকা জারি নবান্নের
লকডাউনের পর থেকেই রেশন ডিলাররা সঠিক মানের ও সঠিক ওজনের দ্রব্য সরবরাহ করছে না বলে বারংবার অভিযোগ উঠছে এদের বিরুদ্ধে।
এই বিষয়ে মহাকুমা খাদ্য নিয়ামক মহম্মদ শারিফ উদ্দিন আনসারী অভিযোগ অস্বীকার করে জানালেন, ‘বেশ কিছু রেশন ডিলারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়ে কড়া ব্যবস্থা গ্রহণ করায় মিথ্যা অভিযোগ আনা হচ্ছে আমার বিরুদ্ধে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584