সরকারের নিয়ম মেনেই খুলছে রেশন দোকান

0
44

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

জেলা খাদ্য দফতরের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের রেশন ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে, উপভোক্তাদের যাতে কোন অসুবিধা না হয় তা দেখতে হবে। নির্দেশ অনুযায়ী, আগামী ছয় মাস জেলায় রেশনের মাধ্যমে বিনামূল্যে চাল পাবেন উপভোক্তাদের একটা অংশ।

ration | newsfront.co
নিজস্ব চিত্র

জেলা খাদ্য নিয়ামক আবীর আলী বলেন, ‘যেসব উপভোক্তা দু’টাকা কেজি দরে চাল পেতেন, সেই চালই সরকার তাদেরকে বিনামূল্যে চাল দেবে।’ তবে রেশন ডিলারদের জানানো হয়েছে, মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল ও বিকাল এই দুবেলা বাধ্যতামূলক ভাবে খোলা রাখতে হবে রেশন দোকান। তাছাড়া সামাজিক দূরত্ব মেনে উপভোক্তাদের নির্দিষ্ট জায়গায় দাঁড় করাতে হবে।

আরও পড়ুনঃ পূজোর অবশিষ্টাংশ চাঁদা এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে

অনেকেই মনে করছেন, বিনামূল্যে চাল দেওয়া শুরু হলে গ্রাহকদের মধ্যে চাহিদা বাড়বে। তখন চালের যোগানের কি হবে, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই বেশ কিছু চালকলের সাথে বর্ধমান জেলা প্রশাসন কথা বলে, সেই সমস্যা মোকাবিলা করতে প্রস্তুত।

যদিও চালকল খুললেও তুষ থেকে তেল তৈরির কারখানা যদি না খোলে, তাহলে বন্ধ হয়ে যেতে পারে চালকল। তাই চালকল মালিকদের সাথে সাথে তেলকল মালিকদের সাথেও প্রশাসন দ্রুত আলোচনায় বসবে বলে জানা যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here