প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
সম্পূর্ণ নিয়ম মেনে খাদ্য সামগ্রী নেওয়ার লাইনে দাঁড়িয়ে রেশন নিলেন প্রত্যেককে । নিয়ম মেনে নির্দিষ্ট দূরত্ব মেনেই একে একে চাল, আটা নিয়ে যায় বাসিন্দারা।
লকডাউনের মধ্যে কেউ যাতে অভুক্ত না থাকে তার জন্য সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যাদের রেশন কার্ড নেই তাদেরও দেওয়া হবে খাদ্য সামগ্রী । দ্রুত এই কাজ শুরু করতে মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন ।
আরও পড়ুনঃ বাসন মাজা থেকে সংসদীয় এলাকার খোঁজ নেওয়া, একা সামলাচ্ছেন দেবশ্রী
সেই মতো গত রাতে ফুড কুপন দেয় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন । আর বুধবার সকাল থেকেই চাল আর আটা দেওয়া দেওয়া হয়েছে। রেশন কার্ড নেই এমন মানুষকেও বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রেশন কার্ডের বদলে ফুড কুপন চালু করার কথা বলেছিলেন তিনি। যা আগামী ছয় মাস পর্যন্ত বৈধ থাকবে ।সেই মতো এদিন থেকে উত্তর দিনাজপুরে চাল, আটা দেওয়া শুরু হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584