মোহনা বিশ্বাস, কলকাতাঃ
এবার থেকে আর মাসের শেষে রেশন বিলি করা হবে না। সোমবার এই নতুন সিদ্ধান্তের কথা জানাল খাদ্যদপ্তর। চলতি মাস থেকেই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত।
প্রতি মাসে কত গ্রাহক রেশন নিলেন, তার তথ্য সরকারি পোর্টালে তুলে দিতে হয়। মাসের শেষদিনে রেশন বিলি বন্ধ রেখে এবার থেকে সেই কাজ করা হবে। সেই কারণেই নতুন এই নির্দেশ জারি করল রাজ্য সরকার।
আরও পড়ুনঃ মাধ্যমিকের ফল প্রকাশ, ১০০ শতাংশই পাশ
প্রসঙ্গত, কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের রেশন গ্রাহকের জন্যই আলাদা পোর্টাল রয়েছে। আগের মাসে কত গ্রাহক রেশন পেলেন, তার উপর ভিত্তি করে পরের মাসের বরাদ্দ ছাড়া হয়। গ্রাহকের তথ্য সময়মতো সেখানে না দিলে হিসাবে গরমিল হওয়ার সম্ভাবনা থেকে যায়। ফলে জটিলতাও অনেকটা বেড়ে যায়। সেই জন্যই এবার থেকে আর মাসের শেষ দিনে রেশন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় খাদ্যদপ্তর।
আরও পড়ুনঃ ২১ জুলাই রাজ্যজুড়ে শহিদ দিবসের পাল্টা মানবাধিকার দিবস পালন করবে বিজেপি
ইতিমধ্যেই শুরু হয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ। অগাস্ট মাসের মধ্যেই সেরে ফেলতে হবে আধার সংযুক্তিকরণ প্রক্রিয়া। ফলে কাজের পরিমাণের পাশাপাশি বেড়েছে জটিলতাও। সেই কারণেই সরকারের পোর্টালে গ্রাহকের তথ্য তোলার জন্য একদিন বিলি-বণ্টন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584