পুরুলিয়ার বরাবাজার থানার প্রত্যন্ত গ্রাম থেকে শবর সম্প্রদায়ের তৃতীয় স্নাতক রত্নাবলী

0
125

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ

পুরুলিয়া জেলার বরাবাজার থানা এলাকার প্রত্যন্ত গ্রাম লটপদা, সেই গ্রাম থেকেই উঠে এলেন খেরিয়া শবর সম্প্রদায়ের তৃতীয় স্নাতক; নাম রত্নাবলী শবর। সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিক্রম টুডু মেমোরিয়াল কলেজ থেকে সফলভাবে কলাবিভাগে স্নাতক ডিগ্রি লাভ করলেন রত্নাবলী।

Ratnabali Sabar
রত্নাবলী শবর, নিজস্ব চিত্র

রত্নাবলীর ইচ্ছে এরপরে কোন ভোকেশনাল ট্রেনিং নেওয়ার যাতে খুব তাড়াতাড়ি উপার্জন করে নিজের পরিবারের দায়িত্ব নিতে পারে সে। স্থানীয় জনজাতিদের মধ্যে শবর ও ভিবোর জনজাতিকে সবথেকে প্রান্তিক জনজাতি হিসেবে মনে করা হয়। দৈনন্দিন আর্থ-সামাজিক লড়াইটাও তাদেরই প্রাত্যহিক, সেই সব প্রতিবন্ধকতাকে জয় করে ধীরে ধীরে যে তাঁরা এগিয়ে যেতে পারছেন সেখানেই তাঁদের সবথেকে বড় সাফল্য।

উল্লেখ্য, বরাবাজার থানার উদ্যোগে স্থানীয় শবর বাচ্চাদের জন্য ১০টি স্কুল চলে সমগ্র থানা এলাকায়। ২০১৮ সালে যখন রত্নাবলী উচ্চমাধ্যমিকের ছাত্রী তখনই তাঁর প্রতিভা নজরে আসে বরাবাজার থানার আধিকারিকদের। থানা পরিচালিত এই ১০টি স্কুলের একটির শিক্ষকতার দায়িত্ব তাঁরা তুলে দেন রত্নাবলীর হাতে। বলা বাহুল্য সে দায়িত্বও তিনি যথেষ্ট সুষ্ঠু ভাবে সামলেছেন।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমোদন পেল কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাব

বরাবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সৌগত ঘোষ জানালেন, যে রত্নাবলীর পড়াশোনার জন্য প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বা অন্যান্য সহায়তায় তাঁরা পাশে ছিলেন ঠিকই, তবে সাফল্যের সবটা কৃতিত্বই রত্নাবলীর নিজের। নিজের মেধা এবং অধ্যাবসায়ের জোরেই সমস্ত রকম প্রতিকুলতার সঙ্গে লড়াই করে আজ নিজেকে সমাজের এক উজ্বল উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন রত্নাবলী।

আরও পড়ুনঃ ভুটানের পড়ুয়াদের জন্য MBBS কোর্সে আসন সংরক্ষণের ঘোষণা অসম সরকারের

সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর-ও অভিনন্দন জানিয়েছেন রত্নাবলীকে এবং তাঁর ভবিষ্যৎ শিক্ষার ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here