উচ্চমাধ্যমিকে রাজ‍্যে অষ্টম স্থানে এগরার রাতুল

0
86

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

Ratul in eight position in higher secondary
নিজস্ব চিত্র

এ বছরের উচ্চমাধ্যমিকে রাজ‍্যের প্রথম দশ এর মেধা তালিকায় অষ্টম স্থান অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার এগরা ঝাটুলাল হাইস্কুলের বিজ্ঞান শাখার ছাত্র রাতুল সামন্তকে এগরা থানার পক্ষ থেকে পুরস্কৃত করা হলো।থানার ও সি অমিয় ঘোষ রাতুলকে থানায় এনে অফিসার ও কর্মীদের উপস্থিতিতে পুষ্পস্তবক,বই,উপহার সামগ্রী তুলে দিয়ে সম্বর্ধিত করেন।প্রয়োজনে নিজের ক্ষমতার সীমাবদ্ধতায় সহযোগিতারও আশ্বাস দেন।সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষের মত মানুষ হওয়ার পরামর্শ দেন।

Ratul in eight position in higher secondary
নিজস্ব চিত্র

কোন নির্দেশিকায় নয় নিজের আন্তরিক তাগিদে এমন শুভেচ্ছা জ্ঞাপনের আয়োজন বলে জানান অফিসার ইন চার্জ।রাতুলের প্রাপ্ত নাম্বার ৪৮৮।রাতুলের বাড়ি এগরা থানা এলাকা তথা এগরা পৌরসভার ২ নং ওয়ার্ডের বস্তিয়ায়।বাবা রাধাশ‍্যাম সামন্ত মৎস্য বিভাগের অবসর প্রাপ্তকর্মী,মা রাখী সামন্ত এগরা পৌর স্বাস্থ্য সহায়িকা।

আরও পড়ুনঃ নার্সিং ট্রেনিং নিয়ে সমাজের জন্য কাজ করতে চায় পামেলা

বাবা ও মায়ের একমাত্র ছেলে রাতুল। রাতুলের বাবা জানান,’প্রথম থেকেই পড়াশোনায় ভালো রেজাল্ট করত, পড়ায় আগ্ৰহ তার প্রবল ছিল।স্কুল ছাড়া বাড়িতে সারাদিনে ১০-১২ ঘন্টা সে পড়াশোনা করত।তার টেষ্টের নম্বর দেখে প্রায় ৪৮০ মত নাম্বার পাবে বলে আশা করেছিলাম ।

এতে টেস্টের প্রাপ্ত নম্বরের থেকেও বেড়েছে।ওর এই পরিশ্রমের ফল সে আজ পেয়েছে।আমরা সকলে খুবই খুশি।’ রাতুল জানায় সে দিনে প্রায় ১০থেকে ১২ঘন্টা পড়াশোনা করত।পড়াশোনা ছাড়াও সে ছবি আঁকতে ও গল্পের বই পড়তে ভালো বাসতো।বড় হয়ে ডাক্তার হতে চায় বলে জানায় রাতুল,এর জন্য সে কোলকাতার একটি নামি কোচিং এ ভর্তি হয়েছে।বাবা রাধাশ‍্যাম সামন্ত মৎস্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী।

পৌরস্বাস্থ্য কর্মী মা,একমাত্র দিদি ঋষিতা বিএস সি নার্সিং পাশকরে এখন এগরা সুপার স্পেশালিটির নার্সিংস্টাফ।পঠন পাঠনের পাশাপাশি দিদির গানে তবলায় সঙ্গত তার রুটিন কর্মসূচি।তার প্রিয় বিষয় পদা্র্থবিদ‍্যা বলে জানায় রাতুল।পরীক্ষায় তার বিষয় ভিত্তিক নম্বর বাংলায় ৯২,ইংরেজীতে ৯৫,পদার্থবিজ্ঞানে ৯৬,রসায়নে ৯৯,গণিতে ১০০ জীবন বিজ্ঞানে ৯৮। সোমবার তার বাড়ি গিয়ে সাফল্যের জন্য সম্মাননা জানান তার বিদ্যালয় ঝাঁটুলাল হাইস্কুলের পক্ষে সহশিক্ষক প্রকাশকুসুম দাশ‌,পরিচালন কমিটির প্রাক্তন সভাপতি জয়ন্ত সাউ প্রমুখ।এ ডি আই সেকেন্ডারী (কাঁথি) থেকে মাননীয়া মুখ‍্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা রাতুলের মায়ের হাতে তুলে দিয়ে সম্মানিত করেন।

এবিটিএর এগরা ইউনিটের পক্ষে সমীরকুমার সামন্ত ও অসীম কুমার মাইতির নেতৃত্বে শিক্ষকগন রাতুলের শুভকামনা করে উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধিত করেন।তৃণমূল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে দেবাশীষ জানা, সর্বেশ্বর বেরা, উৎপল বর প্রমুখ রাতুলের বাড়িতে গিয়ে যথাযথ ভাবে সম্মানিত করেন বলে জানা গেছে।এগরা সারদা শশিভূষণ কলেজের ছাত্র ইউনিয়নের পক্ষে মহকুমা সভাপতি উদয় পালের নেতৃত্বে জি এস শাশ্বতী দাস, ইউনিট সভাপতি অনুপ শী প্রমুখ ফুলের তোড়া উপহার সামগ্রী তুলে দিয়ে সম্মানিত করেন কৃতী ছাত্রকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here