নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ
প্রয়াত রবিনা টন্ডনের বাবা তথা প্রখ্যাত পরিচালক রবি টন্ডন। একসময় বলিউডে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। বয়সজনিত কারণে নানা অসুস্থতায় ভুগছিলেন। জুহুর নিজ বাসভবনে আজ শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রেখে গেলেন স্ত্রী বীনা টন্ডন, সন্তান রাজীব ও রবিনাকে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। এই খবর জানিয়েছেন রবিনা নিজেই। বাবার সঙ্গে একাধিক ছবিও শেয়ার করেছেন তিনি।
রবি টন্ডন পেশায় শুধুমাত্র পরিচালকই ছিলেন না, একইসঙ্গে করেছেন প্রযোজনা, করেছেন অভিনয়ও। ‘এক মে ওউর এক তু’, ‘আপ্নে রঙ হাজার’ ইত্যাদি সফল ছবির প্রযোজক রবি, অভিনয় করেছেন ১৯৬০ সালের ‘লাভ ইন শিমলা’ নামক ছবিতে। এছাড়াও ‘খেল খেল মে’, ‘আনহোনি’, ‘নজরানা’, ‘মজবুর’, ‘জিন্দেগি’-র মতো একাধিক সফল ছবির পরিচালনা করেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জুহি চাওলা, সেলিনা জেটলি, নীলম কোঠারি, চাঙ্কি পাণ্ডে ও অন্যান্য তারকারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584