নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ফের বিতর্ক ভারতীয় দলে। রোহিত শর্মার বাদ পড়া নিয়ে আগুন জ্বলে উঠলো ভারতীয় দল নির্বাচনে। দল নির্বাচন একান্তই নির্বাচকদের নিজস্ব ব্যাপার। তাতে আমার ভোট নেই- জাতীয় দল থেকে রোহিত শর্মার বাদ পড়া নিয়ে এভাবেই সাফাই দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। হিটম্যানকে দলে না রাখার সিদ্ধান্ত পুরোপুরি নির্বাচক কমিটি এবং মেডিক্যাল টিমের নেওয়া।
আসলে সদ্য অস্ট্রেলিয়া সফরের জন্য ভারত যে দল ঘোষণা করেছে, তাতে টেস্ট, ওয়ান ডে এবং টি-২০ কোনওটিতেই নাম নেই রোহিতের।
বোর্ডের তরফে জানানো হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক চোট পেয়েছেন। তাই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিন্তু গত সোমবার ভারতীয় দল ঘোষণার কয়েক ঘণ্টা পরই মুম্বই ইন্ডিয়ান্স সোশ্যাল মিডিয়ায় হিটম্যানের অনুশীলনের ছবি পোস্ট করে। যাতে দেখা গিয়েছে, রোহিত অনুশীলন করছেন।
আরও পড়ুনঃ আইএসএল প্রমো করে বিতর্কে সৌরভ
শুধু তাই নয়, মুম্বইয়ের আশা আইপিএলের প্লে অফের প্রথম ম্যাচ থেকেই হিটম্যানকে প্রথম একাদশে পাওয়া যাবে। অথচ, এখনও প্রায় একমাস পর শুরু হতে চলা অস্ট্রেলিয়া সফরের দলে নাম নেই টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেনের! যা নিয়ে প্রশ্ন তোলেন খোদ সুনীল গাভাসকার।
আরও পড়ুনঃ ভারতের সবথেকে জনপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গল, তিনে মোহনবাগান
ভারতের হেড কোচ রবি শাস্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, ”এই ব্যাপারটা পুরোপুরিই মেডিক্যাল টিমের ব্যাপার। আমরা এসবের মধ্যে ঢুকি না। দল নির্বাচনে কোচের মত নেওয়া হয়ে না। আমি যা শুনেছি ওই সময় খেললে চোট লাগতে পারে। আমার মত নেওয়া হয় না তাই আমি জানি না।’
এতদিন জানা ছিল অস্ট্রেলিয়ার মত গুরুত্বপূর্ণ বিদেশ সফরে গেলে নির্বাচকরা কোচ ও ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে দল ঠিক করে আর তা ছাড়া অধিনায়ক কোহলি সব দল নির্বাচনে উপস্থিত থাকেন, আর বিরাট তো শাস্ত্রীয় প্রতিনিধি তাহলে বিরাট কী তার সঙ্গে খারাপ সম্পর্ক থাকায় রোহিতকে দলে নিতে এক মাসের পরে টেস্ট সিরিজেও জোর করেন নি! উঠছে প্রশ্ন!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584