মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
ঋণ, শব্দটা ছোট হলেও, এর ভার বহন করতে করতে অনেক সময়েই হাঁফিয়ে ওঠে মানুষ। জীবনে চলার পথে এমন অনেক মানুষের সঙ্গে আমাদের আলাপ হয়, যাদের ঋণ শোধ করতে গিয়ে গোটা একটা জীবন কেটে যায়। এরকমই কিছু ঋণের মনস্তাত্ত্বিক পরিবেশনা নিয়ে দর্শকের দরবারে আসতে চলেছে ‘শেষ পাতা’। অতুন ঘোষ পরিচালিত এই ছবির শুটিং শুরু হয়েছে কয়েকদিন আগেই। ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী রায় চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায়ের মতো খ্যাতনামা শিল্পীদের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন রায়তি ভট্টাচার্য। সম্প্রতি ছবির শুটিং শুরু করেছেন অভিনেত্রী।
ছবিতে বিক্রম চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে রায়তিকে। ছবির মূল কাহিনী বাল্মীকি (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) নামে এক লেখককে ঘিরে। এক সময় প্রখ্যাত ছিলেন তিনি, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যার জেরে আজ খ্যাতির থেকে অনেক দূরে সরে গেছেন ওই লেখক। তাঁর সঙ্গে জড়িয়ে যায় মেধা এবং সৌনকের জীবন। মেধার চরিত্রে অভিনয় করছেন গার্গী রায় চৌধুরী এবং সৌনকের ভূমিকাতে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে সৌনক। তাঁর প্রেমিকার নাম দীপা। এই দীপার চরিত্রেই দেখা যাবে রায়তি ভট্টাচার্যকে। বাল্মীকি ও মেধার গল্পের পাশাপাশি সৌনক ও দীপার প্রেমের গল্পও এই ছবির অন্যতম দিক।
ছবির শুটিং নিয়ে উচ্ছ্বসিত রায়তি। তিনি জানালেন, “এই ছবিটা নিয়ে আমি খুবই উত্তেজিত হয়ে রয়েছি। তবে সঙ্গে একটু চিন্তিতও। অতনু ঘোষ পরিচালিত ছবি ‘শেষ পাতা’-য় আমার চরিত্রটা খুবই অন্যরকম। এই চরিত্র কতটা মনের মতো করে দর্শকের সামনে পরিবেশন করতে পারব সেটা জানা নেই। তবে আমি আমার সেরাটা দিয়ে অভিনয়ের মাধ্যমে এই দীপা নামের চরিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবো। আমার সহ অভিনেতারা সকলে ভীষণ অভিজ্ঞ। ছবিতে আমার অধিকাংশ দৃশ্যই রয়েছে বিক্রমের সঙ্গে। গার্গীদির সঙ্গে নাটকের সূত্রে আগে থেকেই আলাপ রয়েছে, আমরা একসঙ্গে নাটক করেছি। উনি আমাকে অভিনয় করার ক্ষেত্রে খুবই সহযোগিতা করেন।
আরও পড়ুনঃ মহালয়ার সকালে টেলিভিশনের পর্দায় তিন দুর্গার লড়াই, থাকছেন কোয়েল-শুভশ্রী-দিতিপ্রিয়া
এই ছবির জন্য আমি এবং বিক্রম চট্টোপাধ্যায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করবো। আমরা ইতিমধ্যেই ওয়ার্ক শপ করেছি। একজন সহ অভিনেতা হিসেবে বিক্রম খুবই সহযোগিতা করে। পরিচালক অতনু ঘোষের কাছে আমি চির কৃতজ্ঞ থাকব যে এমন একটা চরিত্রের জন্য উনি আমায় ভেবেছেন। দীপার চরিত্র হয়ে ওঠার পিছনে উনি আমায় অনেক সাহস জুগিয়েছেন, ওয়ার্ক শপে অনেক সাহায্য পেয়েছি ওনার। আশা করি দীপার চরিত্রে অভিনয়ের মাধ্যমে আমি দর্শকদের মন জয় করতে পারব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584