করোনার গেরোয় আটকালো রায় চৌধুরী বাড়ির রথ

0
88

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

করোনার গেরোয় এবার আটকে গেল রায়চৌধুরী বাড়ির রথ। তবে রীতি মেনে হল পুজো। দক্ষিণ ২৪ পরগনার রাশ ময়দান এলাকায় রায়চৌধুরী বাড়ির রথের পুজো হয়। কিন্তু মেলা বা উৎসব হল না। পুজো হলেও তা সরকারি নির্দেশিকা পালন করেই হল। পুজোর সব আয়োজন হল সামাজিক দূরত্ব মেনেই। এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঐতিহ্যবাহী ৩৫০ বছরের পুরোনো রথের পুজো হয় রায়চৌধুরী পরিবারের নাট মন্দিরে।

Jagannath Balaram Subhadra | newsfront.co
নিজস্ব চিত্র

চৌধুরী পরিবারের রথযাত্রা শুরু হয় ৩৫০ বছর আগে রাজা রাজবল্লভ রায়চৌধুরীর আমল থেকে। গোটা জেলা তো বটেই, এমনকি ভিন জেলার বহু মানুষ রাজবাড়ির রথে জমায়েত হন। কিন্তু এবার তাতেও বাধা করোনা ভাইরাসের। রায় চৌধুরী পরিবার সিদ্ধান্ত নিয়েছে, এবার রথের উৎসব বন্ধ থাকবে।

Rathyatra | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ৬২৪ বছরের ইতিহাসে প্রথম রথের চাকা গড়াল না মাহেশে

শুধুমাত্র নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পুজো হবে। সেই মতোই হল পুজোর যাবতীয় কাজ। দেশে মহামারী,খরা বা বন্যা হলেও রাশ মাঠের রায় চৌধুরী বাড়ির রথের পুজো বা উৎসবে কোনদিনই ভাটা পড়েনি। এবার তাতেও ছেদ পড়ল।ছেদ পড়ল রায় চৌধুরীর পরিবারের ঐতিহ্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here