কর্মীদের ‘আচমকা’ বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে হবে, জালিয়াতি রুখতে নির্দেশ RBI-এর

0
35

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ভারতীয় রিজার্ভ ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইনের নতুন নির্দেশ, ব্যাঙ্কের শীর্ষ স্থানে থাকা বা সংবেদনশীল ক্ষেত্রে কাজ করা কর্মীদের বছরে ১০ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে হবে কিন্তু তা হতে হবে আচমকা।

SBI Bank
সৌজন্যেঃ এএনআই

ব্যাংক কর্মীদের বাধ্যতামূলক ভাবে ছুটিতে (ম্যান্ডেটরি লিভ)পাঠানোর নিয়ম আগেও ছিল। তবে তা হতো পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী। ফলে, যদি কোন কর্মী কোনরকম জালিয়াতির ঘটনায় যুক্ত বা কোনরকম বেনিয়ম ঘটিয়ে থাকতেন সেক্ষেত্রে ছুটিতে যাওয়ার আগে তাঁরা নিজেদের জালিয়াতির বা বেনিয়মের যাবতীয় ফুটপ্রিন্ট মুছে দিতে সক্ষম হতেন। তাই কোনও জালিয়াতি হয়ে থাকলে তা যাতে দ্রুত ধরা পড়ে এবং সংশ্লিষ্ট কর্মী সেই বিষয়টি যাতে মুছে ফেলতে না পারেন, তাই আচমকা ছুটির এই নির্দেশিকা জারি করলো আরবিআই।

আরও পড়ুনঃ পুলিশ কর্তার মেয়ের ছবিসহ ইন্টারনেটে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে

মূলত, নীরব মোদী কাণ্ডের সময় দেখা গিয়েছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কর্মীরা ভুলভাল এন্ট্রি করেছিলেন সুইফট সিস্টেমে। অনেক পরে গিয়ে সেই জালিয়াতি ধরা পড়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি আটকাতে বাধ্যতামূলক ছুটির নিয়ম আনা হয়েছিল ২০১৫ সালে। তবে ত সত্ত্বেও দোষী কর্মীরা পার পেয়ে যাচ্ছিল। তাই ২০১৫ সালের নিয়ম কিছুটা বদলে ‘আচমকা’ ছুটির নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুনঃ “বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে”! হাইকোর্টে ৫৬.৯ শতাংশ বিচারপতির শূণ্যপদে নিয়োগে অনীহা কেন্দ্রের

আরবিআই-এর নির্দেশিকায় বলা হয়েছে, ছুটিতে থাকা কর্মী যেন কোনও ভাবেই ব্যাঙ্কের কোনও রিসোর্সের সঙ্গে যোগাযোগ রাখতে না পারেন দৃষ্টি রাখতে হবে সেদিকে। ছুটিতে থাকা কর্মী শুধমাত্র অভ্যন্তরীণ কর্পোরেট ই-মেল পেতে পারবেন। তার আগে ব্যাঙ্কগুলিকে সংবেদনশীল পদের একটি তালিকা তৈরি করতে হবে। তারপরে ধারাবাহিক ভাবে গোপনে অভ্যন্তরীণ রিভিউ চালাতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here