নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আগামী ২২ জুলাই থেকে ভারতে আর নতুন করে মাস্টারকার্ড দেওয়া হবে না গ্রাহকদের, নির্দেশ ভারতীয় রিজার্ভ ব্যাংকের। ওই দিন থেকে মাস্টারকার্ড এশিয়া আর ভারতে নতুন কোন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা প্রিপেড কার্ড অনুমোদন করতে পারবে না।
মাস্টারকার্ডের ওপর নিষেধাজ্ঞার কারণ হিসেবে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, লেনদেন আইন, ২০০৭ এর ১৭ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৮ সালের ৬ এপ্রিল আরবিআই জানায়, একাধিক সংস্থা লেনদেন সংক্রান্ত তথ্য সঠিকভাবে জমা রাখছে না। লেনদেন সংক্রান্ত সমস্ত তথ্য জমা রাখতে হবে নিখুঁত ভাবে।
দেশের অভ্যন্তরে লেনদেন ও বিদেশে লেনদেন সংক্রান্ত তথ্য দুটি ভিন্ন খাতে জমা রাখতে হবে। এমনকি তথ্য জমা রাখার পদ্ধতি হতে হবে সম্পূর্ন সুরক্ষিত ও গোপনীয়। প্রতি ৬ মাসে সেই কম্পলায়েন্স তথ্য জমা দিতে হবে রিজার্ভ ব্যাংকের কাছে। এরমধ্যে কোন ক্ষেত্রে অসহযোগিতার ফলেই নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রধান বিচারপতি
দেশের একাধিক বেসরকারি ব্যাঙ্ক যেমন, এইচডিএফসি, ইয়েস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক ও আরবিএল ব্যাঙ্ক গ্রাহকদের মাস্টারকার্ড দেয়। ইতিমধ্যেই এই ব্যাঙ্কগুলির মধ্যে অনেকেই ভিসা কোম্পানির সঙ্গে কথা বলেছে শুরু করেছে বলে জানা গিয়েছে। আরবিএল ব্যাঙ্ক ইতিমধ্যেই ভিসার সঙ্গে চুক্তিও করে ফেলেছে বলে জানা গিয়েছে একাধিক সংবাদ মাধ্যম মারফত।
আরও পড়ুনঃ কান্দাহারে তালিবানি সংঘর্ষে নিহত পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী
অর্থাৎ এবার থেকে মূলত ভিসা ও রুপে কার্ডের মাধ্যমেই লেনদেন হবে। তবে যাঁদের কাছে মাস্টারকার্ড রয়েছে বা যাঁরা ইতিমধ্যেই মাস্টারকার্ড ব্যবহার করছেন, তাঁদের ওপর এই ব্যানের কোনও প্রভাব পড়বে না। তাঁরা নির্দ্বিধায় মাস্টারকার্ড ব্যবহার করতে পারবেন বলে নিশ্চিত করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক।
এই বিষয়ে একটি বিবৃতি জারি করে মাস্টারকার্ড জানিয়েছে যে, ২০১৮ সালে নিয়ম হওয়ার পর থেকে প্রত্যেক বারই নির্দিষ্ট তথ্য পাঠিয়েছে তারা। তারপরেও রিজার্ভ ব্যাঙ্ক ব্যান করায় মাস্টারকার্ড সংস্থা জানিয়েছে, তারা হতাশ। তবে দ্রুত এই সমস্যা সমাধান করে ফের ভারতের বাজারে ফিরে আসার ব্যাপারে আশাবাদী সংস্থা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584