নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
নতুন একশো টাকার নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ২০২১-২০২২ অর্থবর্ষে এই নতুন ১০০ টাকার নোট ছাপা হবে। নোটটি সম্পর্কে জানা গেছে যে, এটি পুরনো নোটের মত হলেও আরও মজবুত ও টিকসই হবে, সহজে ছিঁড়বেনা ও জলে ভিজলেও নষ্ট হবে না। তবে এর রং বা আকারে কোনও পরিবর্তন আনা হবে না।
আরবিআই আরও জানিয়েছে যে, পুরোনো নোটের মত বেগুনি রঙেরই হবে নতুন ১০০ টাকার নোট। তবে বার্নিশ কোটিং লাগানো থাকায় তা আরও চকচকে হবে। প্রথমে ট্রায়াল হিসেবে প্রায় ১ কোটি টাকা মূল্যের নতুন ১০০ টাকার নোট ছাপা হবে। তারপর পরীক্ষামূলকভাবে বাজারে আনা হবে, এরপর ট্রায়াল সফল হলে পুরোনো নোটগুলিকে বাজার থেকে তুলে নেবে ব্যাঙ্ক।
আরও পড়ুনঃ WHO: ধূমপানে বাড়ছে মৃত্যুর আশঙ্কা, কোভিড নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
উল্লেখ্য, নতুন করে ১০০ টাকার নোটের আর জোগান দেবে না আরবিআই। শুধু ১০০ টাকারই নয়, নতুন করে ২০০০ টাকার নোটের জোগানও দেওয়া হবে না, জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584