জ্বালানির দাম না কমলে মুদ্রাস্ফীতির ভ্রূকুটি, সতর্ক করল আরবিআই গর্ভনর

0
93

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দ্রুত কমা দরকার রান্নার গ্যাস ও পেট্রোল- ডিজেলের দাম, অন্যথায় মূদ্রাস্ফীতির আশঙ্কার কথা জানালেন রিজার্ভ ব্যাংকের গভর্ণর শক্তিকান্ত দাশ। বম্বে চেম্বার অফ কমার্সের ১৮৫তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় বৃহস্পতিবার। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর।

RBI Governor | newsfront.co
ফাইল চিত্র

সেই বক্তব্যেই তিনি জ্বালানি এবং গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “ক্রমবর্ধমান জ্বালানি ও গ্যাসের দামবৃদ্ধি ভারতীয় অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। কেন্দ্র-রাজ্যের উচিত সমন্বয় রেখে মূল্যহ্রাসে পদক্ষেপ নেওয়া।“

একই সঙ্গে তিনি পরামর্শ দিয়েছেন, “ধাপে ধাপে বসানো কর কমালেই কিছুটা হ্রাস পাবে মূল্য। যেহেতু জ্বালানির ওপর কেন্দ্র এবং রাজ্য দুপক্ষেরই কর বসানো। তাই দু’জনকে সমন্বয় রাখতে হবে।“

আরও পড়ুনঃ মাঝরাত থেকে ফের মহার্ঘ্য রান্নার গ্যাস

তাঁর মত, “করোনা আবহে যে ভাবে কোষাগারে চাপ পড়েছে, সেখান থেকে আয়ের মুখ দেখা প্রয়োজন। কেন্দ্র-রাজ্যের সরকারের সেই বাধ্যবাধকতা আছে। কিন্তু এভাবে জ্বালানির মূল্যবৃদ্ধি হলে মুদ্রাস্ফীতি হবে। প্রভাবিত হবে উৎপাদন শিল্প।“

আরও পড়ুনঃ অভিনব প্রতিবাদ , স্কুটিতে চেপে নবান্নের পথে মুখ্যমন্ত্রী

তাঁর আশা, “করোনা আবহে আর্থিক সঙ্কট থেকে বেরোতে দ্রুত পদক্ষেপ নেবে ভারত। আগামী দু’বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে ভারতীয় অর্থনীতি।“

পাশাপাশি, লাগামছাড়া মূল্য বৃদ্ধি হচ্ছে রান্নার গ্যাসের। চলতি মাসেই পর পর তিন দফায় দাম বাড়ল রান্নার গ্যাসের। দু’সপ্তাহ আগেই এক লাফে বেড়েছিল ২৫ টাকা। বুধবার রাত থেকে এক লাফে আরও ২৫ টাকা দাম বাড়ল সিলিন্ডারের। অর্থাৎ ফেব্রুয়ারিতেই রান্নার গ্যাসের দাম বাড়ল মোট ১০০ টাকা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here