নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভারতীয় অর্থনীতিতে অন্তত ২ লক্ষ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ক্ষতির জন্য আরবিআই মূলত দায়ী করেছে দৈনন্দিন গার্হস্থ্য চাহিদাকে। জুন মাসের বুলেটিন অনুযায়ী আরবিআই জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত ভারতের অর্থনীতি। তবে মহামারির পরে পণ্যের চাহিদা বাড়লে অর্থনীতি চাঙ্গা হতে পারে।
সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে লকডাউনের কারণে প্রভাব পড়েছে গার্হস্থ্য চাহিদার ওপর। ছোট শহর ও গ্রামীণ এলাকায় কমেছে নানা পণ্যের চাহিদা। আর এই কারণেই বিপুল ক্ষতির আশঙ্কা করছে আরবিআই। তবে এর সঙ্গে জিডিপি-র সরাসরি কোনও সম্পর্ক নেই বলেই জানায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আরও পড়ুনঃ ভ্যাকসিনের দুটি ডোজের পরেও দরকার হতে পারে বুস্টারের, জানালেন এইমস অধ্যাপক
প্রথম ঢেউয়ের মতই করোনার দ্বিতীয় ঢেউয়েও মানুষ ঘরবন্দি, চাকুরিজীবিদের ওয়ার্ক ফ্রম হোম চললেও দিন আনা দিন খাওয়া মানুষের রুজি রোজকার বন্ধ। এদিকে পরিবারের সমস্ত সদস্যই বাড়িতে থাকায় বেড়েছে দৈনন্দিন গার্হস্থ্য চাহিদা। ফলে নগদ টাকা কমে আসায় ব্যাঙ্কে সঞ্চিত আমানত ক্রমে কমেই চলেছে।
অপরদিকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও তাদের প্রকাশিত প্রতিবেদনে ভারতের অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, একমাত্র টিকাকরণে গতি এনেই এই আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584