নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
মহাপঞ্চমীর রাতে তিন বছরের আগের ইডেনের লজ্জার হারের বদলা কেকেআরের বিরুদ্ধে নিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু। গোটা নাইট ব্যাটিংকে শুইয়ে দিল আরসিবি’র বোলাররা, টস জিতে বোলিং নেন কলকাতার অধিনায়ক ইওন মর্গ্যান।
দলে ফেরানো হয় টম বেন্টন ও কুলদীপ যাদবকে। চোটের কারণে খেলতে পারেননি রাসেল। ব্যাট করতে নেমে আরসিবি’র পেস ও সুইং সামনে দিশেহারা হয়ে যায় কেকেআর টপ অর্ডার দ্বিতীয় ওভারে আরসিবি’র হয়ে বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ৷ স্বপ্নের বোলিং সিরাজের৷
প্রথম ওভারে ডাবল উইকেট মেডেন দিয়ে আরসিবি-কে স্বপ্নের শুরু দেন ডানহাতি এই পেসার৷ পরপর দু’বলে দু’উইকেট তুলে নেন সিরাজ৷ ওভারের তৃতীয় ও চতুর্থ ডেলিভারিতে যথাক্রমে রাহুল ত্রিপাঠি (১) এবং নীতিশ রানাকে (০) ডাগ-আউটে ফেরত পাঠান তিনি৷ নিজের প্রথম ওভারে ডাবল উইকেট মেডেন পান সিরাজ৷
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া সফরে স্ত্রীদের সঙ্গে নিয়ে যেতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা
ম্যাচের তৃতীয় ওভারে বোলিং পরিবর্তন করেন আরিসিবি ক্যাপ্টেন কোহলি৷ মরিসের পরিবর্তে নভদীপ সাইনিকে আক্রমণে আনেন বিরাট৷ প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে ক্যাপ্টেনের আস্থার মর্যাদা দেন সাইনি৷ ৬ বলে এক রান করেন গিল৷ মাত্র ৩ রানে ৩ উইকেট হারায় কেকেআর নিজের দ্বিতীয় তথা ইনিংসের চতুর্থ ওভারে ফের উইকেট তুলে নেন সিরাজ৷
আরও পড়ুনঃ চেন্নাইয়ের পর পাঞ্জাবের বিরুদ্ধেও সেঞ্চুরি, রেকর্ড ধাওয়ানের
ওভারের তৃতীয় ডেলিভারিতে টম ব্যানটনকে ডাগ-আউটে ফেরান তিনি৷ মাত্র ১৪ রানে চার উইকেট হারায় কেকেআর৷ স্বপ্নের বোলিং সিরাজের ৪ ওভারে ৮ রান দিয়ে ৩টি উইকেট তুনেন তিনি।
কলকাতার পঞ্চম উইকেট পড়েছিল ৩২ রানে। লেগস্পিনার যুজভেন্দ্র চহালের গুগলিতে ঠকে গিয়ে এলবিডব্লিউ হয়েছিলেন দীনেশ কার্তিক (১৪ বলে ৪)। সপ্তম উইকেট পড়েছিল ৫৭ রানে, যখন মর্গ্যান ফিরেছিলেন।
সেখান থেকে কলকাতাকে ৮৪ রানে পৌঁছে দিল কুলদীপ যাদব ও লকি ফার্গুসনের জুটি। শেষ বলে রান আউট হওয়ার আগে ১৯ বলে ১২ করলেন কুলদীপ। ১৬ বলে ১৯ রানে অপরাজিত থাকলেন ফার্গুসন।
এই ছোট অংকের রান তারা করে জেতা বিরাটদের ছিল কেবল সময়ের অপেক্ষা সেটাই হল সাত ওভার বাকি থাকতেই দুই উইকেট হারিয়ে ম্যাচ পকেটে নেয় আরসিবি। পয়েন্ট টেবিলে তারা দুই নম্বরে চলে এল, নাইটরা হারলেও চার নম্বরেই আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584