বিরাটদের তান্ডবে হার কেকেআর-এর

0
72

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

হল না বিরাট ম্যাচ জয়। শাহরুখের সামনেই রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর সঙ্গে হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে। টস জিতে প্রথমে ব্যাট করেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। আর আরসিবি’র টপ অর্ডারের সামনে ভেঙে গেল নাইট বোলিং ফিঞ্চ, পারিক্কল, বিরাট, ডে ভিলিয়ার্স সকলে শাসন চালালেন কেকেআর বোলিংয়ের উপর।

Virat Kohli | newsfront.co

অষ্টম ওভারের চতুর্থ বলে দলীয় ৬৭ রানে প্রথম উইকেটের পতন হয় আরসিবি’র। ২৩ বলে ৩২ রান (৪টি চার, ১টি ছয়) করে ফেরেন চলতি টুর্নামেন্টের আবিষ্কার দেবদূত পারিক্কল। অর্ধশতরানের দিকে ভালোই এগোচ্ছিলেন আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ। কিন্তু অর্ধশতরান থেকে তিন রান দূরে থেমে যায় তাঁর ইনিংস।

AB de Villiers | newsfront.co

এরপর ক্রিজে বিরাটের সঙ্গে ব্যাট করতে আসেন ডে ভিলিয়ার্স। তারপর এই জুটিই উড়িয়ে দেয় কেকেআর বোলারদের, নারিনকে বসিয়ে তারা ব্যাটসম্যান ব্যান্টনকে খেলায়। ফলে বোলিংয়ে নারিনের অভাব বারবার চোখে পড়ে। শেষ ৭.৪ ওভারে ১০০ রান তোলেন বিরাট-এবি জুটি। ২৮ বলে অপরাজিত ৩৩ করেন বিরাট।

তবে এবির ব্যাট থেকে বর্ষণ দেখা গেল।৩৩ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস আসে মিস্টার ৩৬০’র ব্যাট থেকে। ৫টি চার এবং ৬টি ছক্কা মারেন তিনি। ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৪ তোলে আরসিবি।

আরও পড়ুনঃ অসমের মুখ্যমন্ত্রীর প্রশংসা রিয়ানকে

গিলের সঙ্গে ওপেন করানো হয় এই আইপিএলে প্রথমবার নামা ব্যান্টনকে। টি টোয়েন্টি ক্রিকেটে বড় নাম করা সি ভি নিয়ে এলেও মাত্র ৮ করে নভদীপের বলে আউট হন। এরপর নীতিশ রানা, মরগ্যান দুজনেই ইন ফর্ম ব্যাটসম্যান রান পেলেন না।

গত ম্যাচে ফর্মে ফেরা অধিনায়ক কার্তিক ১ করে চাহালের বলে আউট হন। রাসেল একটু চেষ্টা করেও তিনি চাপে পড়ে যান ১৬ করে মারতে গিয়ে উদানার বলে আউট হন। ত্রিপাঠিও ১৬ করে মারতে গিয়ে আউট হন।২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১১২ তোলে কলকাতা। হাসির ঝলক টিম কোহলির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here