নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
তৃণমূলের দলীয় সূত্রে জানা যায়, গত মে মাসে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর কয়েকটি জায়গায় একাধিক তৃণমূলের পার্টি অফিস বন্ধ করে সেগুলির দখল নেয় বিজেপি। কিন্তু রাজ্যের শাসকদল ফের তাদের পুরোনো জমি দখল নিতে শুরু করেছে।
অপরদিকে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নং ব্লকের আলীকষা অঞ্চলের মুকুন্দপুর বুথে তৃণমূলের দলীয় কার্যালয় ফের দখল করে শাসকদল।
এদিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল যুব সভাপতি মণিশঙ্কর মিশ্র, অঞ্চল সভাপতি ধীরেন জানা, অঞ্চল যুব সভাপতি সমীর ধাউড়িয়া সহ অঞ্চল তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।
এদিন কয়েক হাজার তৃণমূল সমর্থকদের নিয়ে রাউতারাপুর থেকে মিছিল শুরু করে মিছিল শেষ হয় মুকুন্দপুরে। মিছিল জুড়ে এনআরসি ও সিএএ-র বিরুদ্ধেও স্লোগান লক্ষ্য করা গেছে এদিন।
গত লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই মুকুন্দপুরের বুথ সভাপতি পল্টু দাসের মিনি বন্ধ করে এবং এলাকার তৃণমূল কর্মীদের নিজ জমিতে চাষ করা বন্ধ করে দেয় বিজেপি কর্মীরা। সেই সঙ্গে মুকুন্দপুর তৃণমূল দলীয় কার্যালয়টি গায়ের জোরে দখল করে বিজেপি। রবিবার তার পুনর্দখল করে তৃণমূল কর্মীরা। এদিন পার্টি অফিস ফিরে পেয়ে খুশি এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584