সুদীপ পাল,বর্ধমানঃ
পঁয়ষট্টি বছরের বৃদ্ধা ভোলানাথ মেটে, বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারের কাপশোড় গ্রামে।পথ চলতে গিয়ে দেখেছিলেন কয়েকদিন ধরে তিনটি গরু ঘুরে বেড়াচ্ছে এলাকায়। নিজের খামারবাড়িতে জায়গা দেন গরুগুলিকে। ভেবেছিলেন গরুর মালিক এসে খোঁজ করলে তিনি গরুগুলিকে তার হাতে তুলে দেবেন। কিন্তু মালিক আর আসে না এদিকে গরুগুলির ভরণপোষণ একার হাতে করা,তিনি আর পেরে উঠছিলেন না। বাধ্য হয়ে দৌড়ালেন পঞ্চায়েতে।কথা বললেন বামুনারা গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোয়ার ইসলামের সাথে।
ভোলানাথবাবুর বক্তব্য, যার গরু সে ফিরে পাক।তিনটি গরু নিয়ে বিপাকে পড়েছি এই বয়সে।দিনমজুরী করি। পঞ্চায়েতের প্রধান মনোয়ার ইসলাম বিষয়টি নিয়ে তদারকি করতে দেখা যায়, গরুর মালিক মঙ্গলকোটের সেখ নাসিরুদ্দিন।এখন মালিক খুঁজে পেয়েছে গরু আর ভারমুক্ত হয়েছে ভোলানাথ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584