কৃষক সভার আইন অমান্য আন্দোলন ঘিরে ধুন্ধুমার কোচবিহারে

0
98

মনিরুল হক, কোচবিহারঃ

রাজ্য জুড়ে তেরো দফা দাবিকে সামনে রেখে সারা ভারত কৃষক সভার ডাকে আইন অমান্য আন্দোলনে ধুন্ধুমার কোচবিহারে। সারা ভারত কৃষক সভার জেলা কমিটির ডাকে আজ কোচবিহারের জেলা শাসকের দপ্তরে জেল ভরো অভিযান করা হয়।এদিন এই কর্মসূচী ঘিরে জেলাশাসকের দপ্তরের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

নিজস্ব চিত্র

প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল।রাখা হয়েছিল জল কামান।জেলা শাসকের অফিসের সামনে ত্রিস্তরীয় ব্যরিকেডের ব্যবস্থা করা হয়েছিল। দুপুর ২ টা নাগাদ কৃষক সভার মিছিল জেলা শাসকের দপ্তরের দিকে আসতে থাকে।এই মিছিলের পুরভাগে ছিলেন সারা ভারত কৃষক সভার কোচবিহার জেলা কমিটির সম্পাদক তমসের আলি, জেলা বামফ্রন্টের সম্পাদক তারিণী রায়, সিপিএমের জেলা সম্পাদক অনন্ত রায়, সিপিএমের জেলা কমিটির সদস্য মহানন্দ সাহা,সিপিএমের শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক জগৎ জ্যোতি দত্ত সহ আরও অনেকে।

নিজস্ব চিত্র

এদিন ব্যরিকেড ভেঙ্গে মিছিল জেলা শাসকের দপ্তরে প্রবেশ করার সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়।এর জেরে সাগরদিঘি সংলগ্ন কোচবিহার জেলা শাসকের দপ্তর চত্বরে ধুন্ধুমার বেঁধে যায়। এরপর মিছিলের পুরভাগে থাকা আন্দোলনকারীদের গ্রেফতার করা হয়।বাকি আন্দোলনকারীরাও তাদের গ্রেফতার করার দাবিতে সোচ্চার হন। এদিনের এই জেল ভরো কর্মসূচিতে প্রচুর মানুষের সমাগম দেখতে পাওয়া যায়। কৃষক সভার জেলা নেতাদের দাবি, এদিনের কর্মসূচিতে দশ হাজার মানুষ অংশ নিয়েছে। এদিনের আন্দোলনে তাদের শতাধিক নেতা কর্মী আহত হয়েছে বলে দাবি।

নিজস্ব চিত্র

সিপিএমের জেলা কমিটির সদস্য মহানন্দ সাহা বলেন, “দেশে কৃষকের বাঁচার কোন পথ নেই। আজকে এখানে এত জমায়েত হবে প্রশাসন ভাবতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে। সারা দেশের কর্মসূচীর সঙ্গে জেলার নৈরাজ্য এবং সন্ত্রাসের প্রতিবাদে সারা দেশের সঙ্গে কোচবিহারেও বামপন্থী আন্দোলন স্বরূপ কোচবিহারে আজ জেল ভরো অভিযান হচ্ছে।

নিজস্ব চিত্র

আমাদের নেতারা গ্রেপ্তার বরণ করে পুলিশের গাড়িতে উঠেছে। আমাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। আমরা পায়ে হেঁটে জেলখানায় যাব। মহিলা সহ আমাদের প্রায় শতাধিক নেতা কর্মী আহত হয়েছেন। তবু আমরা এগিয়ে যাব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here