Rampurhat: ডিজি বলছেন ব্যক্তিগত শত্রুতার জের, এসপি বলছেন দুর্ঘটনা, অনুব্রত উবাচ গ্যাস সিলিন্ডার বার্স্ট

0
76

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

রামপুরহাটে বগটুই গ্রামে অগ্নি সংযোগের ফলে শিশু ও মহিলা সহ ১০ জনের মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেছেন, সোমবার তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হওয়ার এক ঘণ্টা পরেই সাত আটটি বাড়ীতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ব্যক্তিগত শত্রুতার কারণেও এ ঘটনা ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। ডিজি জানান পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। ডিজি-র বক্তব্য অনুযায়ী এই ঘটনায় এখনো রাজনীতির কোন যোগ পাওয়া যায়নি।

Rampurhat case

সোমবার সন্ধ্যায় রামপুরহাটের বগটুই মোড়ের কাছে একটি চায়ের দোকানে বসে থাকার সময় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান নেতা ভাদু শেখ-কে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। গুরুতর আহত অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ডিজির জানিয়েছেন এই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই গ্রামের সাত-আটটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

আরও পড়ুনঃ রামপুরহাটে অগ্নিসংযোগে ১০ জনের মৃত্যু তদন্তে সিট, ক্লোজ করা হল ওসি, অপসারিত এসডিপিও

রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানিয়েছেন এই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জনিয়েছেন দুর্ঘটনা। অনুব্রত মন্ডল বলেন যে তিনি শুনেছেন গ্যাস সিলিন্ডার ফেটে শর্ট সার্কিট হয়ে এবং টিভি বার্স্ট করে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার তদন্তে সিট গঠন করেছে রাজ্য সরকার। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি শর্ট সার্কিটের তদন্ত করতেই সিট গঠন করতে হল সরকারকে?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here