খয়রাশোলে খুন তৃণমূল কর্মী

0
33

পিয়ালী দাস বীরভূমঃ

খয়রাশোল থানার রানিপাথর গ্রামে শনিবার রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনা জানাজানি হতেই উওেজনা ছড়ায় গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম শিশির বাউরী( ৪৫)। তিনি আমজোলা গ্রামের বাসিন্দা। মৃত ব্যক্তির কানের উপরে মাথার বাঁদিকে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত ব্যক্তি তৃণমূল কর্মী বলে পরিবারের দাবি।

murder | newsfront.co
নিজস্ব চিত্র

মৃত ব্যক্তির পরিবারের তরফে অভিযোগ, গুলি করে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। পরিবারের আরও দাবি, মৃত ওই ব্যক্তির তৃণমূল কর্মী। ইতিমধ্যে খয়রাশোল থানার পুলিশ খুনের ঘটনার তদন্ত শুরু করেছে।

মৃত তৃণমূল কর্মীর স্ত্রী বুলু বাউরি জানান , ‘গতকাল রাতে পিকনিক আছে বলে শিশির বাউরিকে ডেকে নিয়ে যায় গ্রামেরই দুজন যুবক। গতকাল রাতে আটটায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি।

আরও পড়ুনঃ অজানা প্রাণীকে ঘিরে আতঙ্ক চন্দ্রকোনায়

যারা ডেকে নিয়ে গিয়েছিল, তাদের জিজ্ঞাসা করা হলে তারা জানায় শিশির বাড়ি চলে এসেছিল অনেক আগেই। এরপর সারারাত খোঁজাখুঁজি করা হলেও খুঁজে পাওয়া যায়নি। সকাল ৬টা নাগাদ জানতে পারিগ্রাম থেকে এক কিলোমিটার দূরে পাশের গ্রামের ফাঁকা মাঠে মৃত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়।’

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে মৃত তৃনমূল কর্মীর স্ত্রী জানান, “আমার স্বামীকে গুলি করে খুন করা হয়েছে। আমার স্বামী একজন তৃণমূল কর্মী। যারা ডেকে নিয়ে গিয়েছিল তারাও তৃণমূল করে।” গত বেশ কিছুদিন থেকে তার স্বামীকে খুন করার হুমকিও দিয়েছিল বলে দাবি করেন বুলু বাউরী।

বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, এই খুনের ঘটনার পেছনে যে বা যারা আছে অবিলম্বে তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here