নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যখন শিক্ষার মানোন্নয়নে জোর দিচ্ছেন,তখন শিশু পড়ুয়াদের স্কুলে পাঠিয়েও নিশ্চিন্ত নন বাঁকুড়ার জঙ্গল মহলের সারেঙ্গা ব্লকের ঢেপুয়া গ্রামের অভিভাবকরা। জরাজীর্ণ ক্লাস ঘর আর যেকোন সময় মাথার উপর ভেঙ্গে পড়তে পারে ছাদের চাঙ্গড়। দূর্বিষহ এই পরিস্থিতিতে ছেলে মেয়েরদের স্কুলে পাঠাবেন কিনা ভেবে উঠতে পারছেননা তারা।
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে প্রাক্ প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীর সংখ্যা ৫২।দু’জন নিয়মিত শিক্ষক ও এক পার্শ্বশিক্ষিকা নিযুক্ত আছেন।জরাজীর্ণ স্কুল বাড়িটিকে ছাত্র ছাত্রীদের কথা ভেবে আর অভিভাবকদের দাবী মেনে ‘পরিত্যক্ত’ ঘোষণা করতে বাধ্য হয়েছেন স্কুল কর্তৃপক্ষ। ফলে একটি মাত্র ক্লাস রুম আর খোলা বারান্দায় গাদাগাদি করে বসতে হয় ছাত্র ছাত্রীদের।গ্রামের অভিভাবক থেকে কর্মরত শিক্ষক শিক্ষিকা সকলেরই দাবী, কয়েকদিন আগে হঠাৎই একটি বিশালাকার ছাদের চাঙ্গড় ভেঙ্গে পড়ে।স্কুল ছুটি থাকার কারণে বড় দুর্ঘটনা না ঘটলেও রয়ে গেছে আশঙ্কা।এই পরিস্থিতিতে স্কুল বাড়ি পুনর্নির্মাণের দাবী জানিয়ে প্রশাসনের দোরে দোরে ঘুরেও কোন কাজ হয়নি বলে অভিযোগ।
আরও পড়ুনঃ অনিয়ন্ত্রিত ম্যাজিক গাড়ির ধাক্কায় ভাঙল বাড়ি-দোকান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584