পশ্চিম মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ বন্দীর মুক্তি 

0
203

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

 

২৫ ডিসেম্বর উৎসবপ্রেমী মানুষের কাছে যতটা আনন্দের, তার থেকে অনেক বেশি আনন্দের হয়ে উঠল এদের কাছে। যারা দীর্ঘ  কুড়িটার বেশি বড়দিন কাটিয়েছেন বদ্ধ চার দেওয়ালের মধ্যে। এরা হলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই বন্দী। যারা জেলের চার দেওয়ালের মধ্যে বন্ধ থাকা জীবনটাকেই স্বাভাবিক জীবন বলে মানতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। ধরে নিয়েছিলেন সেখান থেকে মৃতদেহ হয়তো বেরোবে। কোন না কোন অপরাধে অভিযুক্ত হয়ে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত থাকা এমন ২৯ জনকে বুধবার মুক্তি দেওয়া হল রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে।

Central Correctional| newsfront.co
নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এমন ৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে এদিন সকালে। ধানবাদের এলাকার বাসিন্দা জসিম উদ্দিন আনসারী, ৩২ বছর বয়সে একটি খুনের মামলায় গ্রেপ্তার হয়ে ২৫ বছর তিন মাস জেল খেটেছেন। জেলের মধ্যেই তাঁর কর্ম জীবন চলছিল, জেল টাই হয়ে উঠেছিল সংসার। হঠাৎ ছন্দপতন, মঙ্গলবার রাতে দায়িত্বে থাকা কারারক্ষীরা জানায় আপনাকে মুক্তি দেওয়া হবে আগামীকাল সকালে। প্রায় হতভম্ব জসীমউদ্দীন কিভাবে বাড়ি যাবেন তাও পরিষ্কার বুঝে উঠতে পারছিলেন না। বাড়িতে বৃদ্ধা মা নিজেও জানতেন না তার ছেলে কোন দিন জেল থেকে বের হবে। তাই তাকে খবর না দিয়েই বুধবার সকালে জেল থেকে ছাড়া পেলেন, রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় বললেন- জেল থেকে পাওয়া টাকায় বাড়ি যাচ্ছি। বাড়িতে বৃদ্ধা মা রয়েছেন। আজকের দিন টা সত্যিই আমাদের কাছে বড়দিন।

আরও পড়ুনঃবড়দিনের মেজাজ দুর্গাপুরে, জারি কড়া প্রশাসনিক নিরাপত্তা

পুরুলিয়ার বাসিন্দা একটি পরিবারের চারজন মহিলা দীর্ঘ ১৭ বছর আগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন। জেলেই তাদের নতুন জীবন  চলছিল, জেলে ভেতরকার দেওয়ালে নিরাপত্তা দেখভালের কাজ করতেন তারা। বুধবার সকালে হঠাৎ কারারক্ষীরা তাদের জানায়-  মুক্তি পেয়েছেন, আজকে ছেড়ে দেওয়া হবে, তৈরি হয়ে যান। নতুন জীবনের ফের শুরু করতে হবে, এই ভাবনা থেকেই তারা যেন বের হতে পারেননি জেল থেকে ছাড়া পেয়ে বেরিয়ে যাওয়ার সময়। তাই দীর্ঘ ১৭ বছরের একটা জীবন সুখের ছিল নাকি বেরিয়ে যাওয়ার পর জীবনটা সুখের হবে পরিষ্কার বলতে পারলেন না তারা। শুধু বললেন – বাড়ি যাচ্ছি, পরিবারের কাছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here