নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
পুনরায় যাত্রা শুরু করল হাজারদুয়ারী এক্সপ্রেস। এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলনের সময় উত্তেজিত জনতা কৃষ্ণপুর স্টেশনে আগুন ধরিয়ে দেয়, সেই আগুনে ক্ষতিগ্রস্ত হয় ট্রেনটি।তারপর থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রেনটি বাতিল ঘোষণা করে রেল কর্তৃপক্ষ।
গত ১৪ ডিসেম্বর থেকে বন্ধ থাকার পরে আজ আবার পুনরায় সেই ট্রেন চালু করা হলো। আজ মুর্শিদাবাদ স্টেশনে সেই ট্রেন যখন আসে। আবেগে ভেসে যায় সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ শৈশবকে মাঠমুখী করতে কিশোর বাহিনীর তিনদিনের আবাসিক শিবির দিনহাটায়
মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন মিষ্টি হাতে দাড়িয়েছিল স্টেশনে ট্রেনের ড্রাইভার গার্ডা প্রত্যকে মিষ্টি মুখ করান। হাজারদুয়ারী এক্সপ্রেস ফিরে পাবার জন্য রেল দপ্তর ও কর্মীদের ধন্যবাদ জানান তারা। এই ট্রেন চালু হওয়ার জন্য অনেক সুবিধা হলো। মূলত অফিস যাত্রীদের টাইমে চলাচল করা ট্রেনটি চালু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584