মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি হলেন উমাকান্ত বর্মণ। আর উমাকান্ত সভাধিপতি হওয়াতেই পুষ্পিতা রায় ডাকুয়া খুশি হন নি বলে জানা গিয়েছে। আর সেই কারনে কোচবিহার জেলা পরিষদের বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পর জেলা পরিষদের অফিস থেকে বেরিয়ে এসে বিদায়ী বোর্ডের সভাধিপতি তথা বর্তমান সহ-সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া।
তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগের সুরে বলেন, “আমি কোচবিহার জেলা পরিষদের জন্য এত পরিশ্রম করে ১০০ দিনের কাজে কোচবিহার জেলাকে দেশের প্রথম করেছি। কত পুরস্কার এনে দিয়েছি। তার বদলে দল আমাকে তিরস্কার করল।”
এদিন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন যে এর পরে কি আপনি দলে থাকবেন সেই উত্তরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি আগামীতে দলে থাকব কি না, তা নিয়ে চিন্তাভাবনায় আছি।”
আরও পড়ুনঃ প্রস্তাবিত সরকারী অনলাইন ওষুধ বিক্রির প্রতিবাদে মিছিল
এ বিষয় নিয়ে উত্তরবঙ্গ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “একটি মাত্র পদ সেটা একজনেই পায়। দেখুন সবাইকে আমরা খুশি করতে পারব না। তবে এরা ক’জন রাজনীতি সচেতন ব্যক্তি এমন কথা বলতে পারে না। আর তিনি এখনও আমাকে কিছু বলেন নি। তাই এই বিষয় নিয়ে আমার বলার কিছু নেই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584