নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কৃতি ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে জানালো পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ও প্রাচীন শিক্ষক সংগঠন এবিটিএ।
সমাজসংস্কারক,বর্ণপরিচয়ের স্রষ্টা, ভারতীয় নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসন্ন দ্বিশত জন্মবর্ষকে সামনে রেখে নিখলবঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে উদ্যোগে এবং এবং সংগঠনের সদর মহকুমা শাখার পরিচালনায় কৃতি পরীক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হলো রবিবার।
সদর মহাকুমার সাতটি আঞ্চলিক শাখা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ৪৫ জন পরীক্ষার্থীদের মেধা সম্মান ও সংবর্ধনা প্রদান করা হয়।
রবিবার বিকেলে সমিতির জেলা দফতরের গোলোকপতি ভবনে আয়োজিত এক ঘরোয়া সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক জয়েশানন্দজী মহারাজ, সংগঠনের জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, মহাকুমা সম্পাদক জগন্নাজ খান,মহাকুমা সভানেত্রী সবিতা মান্না, জেলা কোষাধ্যক্ষ সত্যকিংকর হাজারা, প্রাক্তন মহকুমা সম্পাদক শক্তিপ্রসাদ মিত্র, বর্ষীয়ান শিক্ষক শিশির ত্রিপাঠীসহ জেলা ও মহকুমার অন্যান্য নেতৃত্ব। স্বাগত ভাষণ দেন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ।
আরও পড়ুনঃ মেদিনীপুরে কৃতীদের সংবর্ধনা
তিনি তাঁর বক্তব্যে বলেন, “এবিটিএ শুধু পেশাগত বিষয় নিয়ে সরব হয়না, ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ, বিজ্ঞান ভিত্তিক সিলেবাস, তাদের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশ নিয়েও চিন্তাভাবনা করে এবং কর্মসূচি গ্রহণ করে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নানা ভাবে পাশে থাকার সাথেসাথে তাদের উৎসাহিত করে থাকে।
এছাড়াও নানা সমাজসেবা মূলক কর্মসূচি এবিটিএ’র কর্মসূচির প্রধান অঙ্গ।”
প্রধান আলোচক জয়েসানন্দজী মহারাজ ছাত্র-ছাত্রীদের গভীর মনোযোগ সহকারে পড়াশোনার পাশাপাশি সমাজসেবার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুরেশ পড়িয়া।সভার সভাপতিত্ব করেন মহাকুমা সভানেত্রী সবিতা মান্না।অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত অতিথি,অভিভাবক-অভিভাবিকা,শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানান মহাকুমা সম্পাদক জগন্নাথ খান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584