নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রাজ্য স্তরে অ্যাথলেটিক্সে সোনা জিতে মঙ্গলবার কলকাতা থেকে ফিরে দলগাঁও (বীরপাড়া) ষ্টেশনে সংবর্ধনা পেল সোনা জয়ী প্রকাশ থাপা।
গত ৮ – ১১ আগস্ট কলকাতায় অনুষ্ঠিত ৬৯ রাজ্য অ্যাথলেটিক চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় ট্রাইথেলন (Trithlon) ইভেন্টে অনূর্ধ ১৪ বিভাগে সোনা জিতে প্রকাশ।সে বীরপাড়া হাই স্কুলের অষ্টম শ্রেনির ছাত্র।
মঙ্গলবার সোনা জিতে কলকাতা থেকে ফিরে, দলগাঁও ষ্টেশনে নামার পর বীরপাড়া জুবিলি ক্লাব, বীরপাড়া হাইস্কুল সহ বীরপাড়ার বিভিন্ন স্তরের মানুষ ব্যান্ড বাজিয়ে তাকে স্বাগত জানায়। সংবর্ধনা জানান বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় জৈন। বীরপাড়া হাইস্কুলের সভাপতি পঙ্কজ দাস।
আরও পড়ুনঃ রাজ্য ব্যাডমিন্টনে রায়গঞ্জের অয়ন দুই বিভাগেই রানার্স
পঙ্কজ বাবু বলেন, প্রকাশ বীরপাড়া স্কুলের গর্ব।স্কুলের পক্ষ থেকে ও প্রকাশকে সম্বর্ধনা দেওয়া হবে।প্রকাশের সাফল্যে শুধু বীরপাড়াই নয়।খুশি সমগ্র জেলাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584