মনিরুল হক, কোচবিহারঃ
করোনা ভাইরাসকে জয় করে বাড়ি ফেরার পর সেই জয়ীদের সংবর্ধনা প্রদান করা হল মাথাভাঙায়। মঙ্গলবার মাথাভাঙা ১ নং ব্লকের শিকারপুর হাই স্কুলে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। শিকারপুর গ্রাম পঞ্চায়েতে করোনাকে হারিয়ে যারা জয়ী হয়ে ফিরেছে তাদেরকে এদিন সংবর্ধনা দেওয়া হয় শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে।
এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা, এলাকার বিধায়ক হিতেন বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন, পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল হক, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা বর্মন ছাড়াও গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্য এবং সদস্যারা। এদিন শিকারপুর গ্রাম পঞ্চায়েতে করোনাকে জয়ী হওয়া ২০ জনকে সংবর্ধনা দেওয়া হয় বলে জানা গেছে। তাদের হাতে পুষ্প স্তবক, জল খাবার এবং চবনপ্রাশ তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে পদযাত্রা পূর্ব মেদিনীপুরে
এদিন এবিষয়ে সমষ্টি আধিকারিক উন্নয়ন সম্বল ঝা বলেন, করোনা সবারই হতে পারে এ নিয়ে ভয় পাবার কিছু নেই। যাদের হয়েছে সবাই তাদের দিকে বাকা চোখে তাকায় তাই তিনি তাদের বাড়িতে গিয়ে আশে পাশের লোকজনকে বোঝানোর চেষ্টা করেন এটা কোনো অস্পৃশ্য বা কোনো খারাপ কিছু নয়। এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয় ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584