মেদিনীপুরে কৃতীদের সংবর্ধনা

0
51

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

জেলার কৃতি ও মেধাবী ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে ও উৎসাহ দিতে ৩৫ বছর অতিক্রান্ত জেলার প্রতিনিধি স্থানীয় বাংলা দৈনিক পত্রিকার উদ্যোগে ৩২তম বর্ষ মেধা পুরস্কার প্রদান বৃহস্পতিবার শহরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হল।

reception at medinipur | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের মেধা পুরস্কার পুরস্কার অনুষ্ঠানের সূচনা হয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতির বন্দেমাতরম গান দিয়ে।এবার উচ্চমাধ্যমিকে জেলার সেরা ছাত্র ও ছাত্রীকে পুরস্কার প্রদান,মাধ্যমিকে জেলার প্রথম ২০ জনকে পুরস্কার প্রদান,সঙ্গে জেলার প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীর অভিভাবকদের সংবর্ধনা, প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সংবর্ধনা,জেলাস্তরে উল্লেখযোগ্য ফলাফলকারী স্কুল গুলিকে সংবর্ধনা, দারিদ্রসীমার নিচে বসবাসকারী ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক ও শিক্ষা সরঞ্জাম প্রদান,মাধ্যমিকে ভূগোল, ইংরাজি এবং ইতিহাসে উল্লেখযোগ্য ফলাফলকারীদের সংবর্ধনা এবং শহরের প্রথম ৫০ জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে ৬ জনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ চৈতন্য ভূমিতে রথযাত্রা উপলক্ষ্যে ভক্তদের ঢল

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ণেন্দু মিশ্র, ডঃ মধুপ দে, ব্রজগোপাল মল্লিক, রমানন্দ মুখার্জী, ডেপুটি সিএমওএইচ রবীন্দ্রনাথ প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পত্রিকার সম্পাদক তারাশংকর চক্রবর্তী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here