খাতায় কলমে ছুটি শেষ, এখনও বেপাত্তা রাজীব

0
79

নিজস্ব সংবাদদাতা,বারাসাতঃ

ছুটি শেষ,কিন্তু প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমারের দেখা নেই আজও। সিবিআইকে দেওয়া রাজ্য পুলিশের ডিজির চিঠিতে খাতায় কলমে ছুটি ফুরিয়েছে বুধবার। সেই হিসেব মতো বৃহস্পতিবারই কাজে যোগ দেওয়ার কথা রাজ্যের গোয়েন্দা প্রধান অর্থাৎ এডিজি (সিআইডি) রাজীব কুমারের। কিন্তু এখনো অবধি দেখা মিলল না তার। এমনকি, নবান্নেও খোঁজ মেলেনি তার। সিবিআই সূত্রে জানানো গেছে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

Rajiv Kumar | newsfront.co
ফাইল চিত্র

সম্প্রতি সারদা মামলার পারদ চড়া,সারদা মামলা সূত্রে সিবিআই রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে দু’টি চিঠির মাধ্যমে তার বর্তমান অবস্থান এবং রাজীব কুমারকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেন। নিয়ম অনুযায়ী, কোনও আইপিএস অফিসার ছুটিতে গেলে তিনি কোথায় যাবেন, তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর কী হবে, গোটাটাই ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে যাওয়ার কথা। সে নিয়ম মনে করিয়ে ডিজির কাছে সিবিআই রাজীব কুমারের সঙ্গে যোগাযোগের নম্বরও জানতে চায়।কারণ সিবিআই কোনো রকম ভাবেই রাজিবের সাথে যোগাযোগ করতে পারছিল না।

পরদিন ডিজি ওই চিঠির জবাবে সিবিআইকে জানান, রাজীব কুমার ৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত ছুটিতে রয়েছেন। কিন্তু রোজভ্যালি-কাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীবকে তলবের নোটিস পাঠানোর পর সিবিআই জানতে পারে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছুটি নিয়েছেন। এ কথা ই-মেল মারফত রাজীব কুমারই জানিয়েছেন বলে সিবিআইয়ের একটি সূত্রের দাবি। এই ধোঁয়াশা কাটাতে বুধবার ফের ডিজিকে চিঠি দেওয়া হয়। যদিও তার জবাব এখনও পাওয়া যায়নি বলে সিবিআই সূত্রে খবর,ইতিমধ্যে বুধবার বিকেল অবধি রাজীবের খোঁজ না মেলায় চার জনের প্রতিনিধি দল হাজির হয় ভবানিভবনে,কিছুক্ষণ পর তাঁরা বেরিয়েও যান।

আরও পড়ুনঃ নারাদা কাণ্ডে গ্রেফতার আইপিএস মির্জা

এবিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা রাজীবের ছুটির নির্ঘন্ট নিয়ে এবং ছুটি বাড়ানো হয়েছে কিনা জানতে চেয়ে রাজ্য পুলিশের কাছে চিঠি লিখেছে বলে দাবি সিবিআই সূত্রে। যদিও নবান্ন সূত্রের খবর, ছুটির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানিয়েছিলেন রাজীব। কিন্তু, তা মঞ্জুর হয়েছে কি না, সে উত্তর এখন পুরোটাই ধোঁয়াশায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here