ব্যাপক ছাঁটাইয়ের সিদ্ধান্ত এক্সেনচারে, ভারতে কাজ হারাবেন প্রায় ১০ হাজার

0
92

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ব্যাপক ছাঁটাইয়ের পথে বিখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থা এক্সেনচার, অন্তত ১০ হাজার ভারতীয় কাজ হারাতে চলেছেন। জানিয়েছে অস্ট্রেলিয়ান ফিনান্সিয়াল রিভিউ।

Accenture | newsfront.co
প্রতীকী চিত্র

চলতি বছর জুলাইয়ে যুক্তরাজ্যে কাজ হারিয়েছেন ৭০০ থেকে ৯০০ জন এক্সেনচার কর্মী। বিশ্বজুড়ে এক্সেনচারের পাঁচলক্ষ কর্মীর মধ্যে ভারতেই এই সংস্থার কর্মীর সংখ্যা ২ লক্ষ।

অস্ট্রেলিয়ান ফিনান্সিয়াল রিভিউ ( AFR) এর রিপোর্ট অনুযায়ী, অগাস্ট এর মাঝামাঝি এক্সেনচারের সিইও জুলি সুইট এক মিটিং এ বলেছেন প্রতিবছর কর্মদক্ষতার ভিত্তিতে তাঁরা ৫% অযোগ্য কর্মীকে কাজ থেকে সরিয়ে দেন এবং নতুন যোগ্য কর্মী বহাল করেন।

আরও পড়ুনঃ মহামারির ধাক্কায় বেমানান! কেএফসি’র আঙুল চাটা স্লোগান আবছা

সংস্থার যা কাজের পরিমাণ তাতে ওই সংখ্যক কর্মীর প্রয়োজন থাকে সবসময় কিন্তু এই বছর প্যান্ডেমিক প্রভাব ফেলেছে এই ক্ষেত্রে, ৫% কর্মী তাঁরা ছাঁটাই করবেন কিন্তু নতুন নিয়োগ হবে না ওই জায়গায়। ভারতে ৫% কর্মী ছাঁটাই মানে কাজ হারাবেন প্রায় ১০ হাজার কর্মী।

আরও পড়ুনঃ ১ সেকেন্ডেই ডাউনলোড হবে নেটফ্লিক্সের সব কনটেন্ট! ইন্টারনেটের স্পিডে রেকর্ড লন্ডনের গবেষকদের

এক্সেনচারের মুখপাত্র জানিয়েছেন কোভিড ১৯ প্যান্ডেমিক প্রভাব ফেলেছে সংস্থার ব্যবসাতেও, এই পরিস্থিতির যতক্ষণ না উন্নতি হচ্ছে অর্থাৎ সংস্থার ব্যবসা না বাড়ছে এই সমস্যা চলবে। প্রসঙ্গত উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এক্সেনচার সর্ববৃহৎ সংস্থা তাদের যদি এই ভাবে কর্মী সংকোচনের পথে হাঁটতে হয় অন্যান্য তথ্য প্রযুক্তি সংস্থার পরিস্থিতি সহজেই অনুমেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here