শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
পরীক্ষামূলক ভাবে ৬২ রকমের ধান চাষ শুরু করলো দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি দফতর। তপন,বালুরঘাট,গঙ্গারামপুর সহ জেলার প্রতিটি ব্লকের কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে এই ব্যাপারে।উৎপাদিত ধানের ফলন দেখে আশাবাদী কৃষি দফতর।
জানাগেছে, দক্ষিণ দিনাজপুর জেলায় এক সময় চাষ হত এমন প্রজাতি তো বটেই,বাইরে চাষ হওয়া বিভিন্ন প্রজাতির ধান এই জেলায় উৎপাদনে পরিকল্পনা নিয়েছে কৃষি দফতর। বালুরঘাটের মাঝিয়ান কৃষি ফার্ম,গঙ্গারামপুর থেকে তপন কৃষি খামারে এই ধান পরীক্ষামূলকভাবে আবাদ করা হচ্ছে।তবে তপন হরসুরা বর্ষা ফার্মাস ক্লাবের সাথে আলোচনা করে এলাকার বিরাট জমিতে চলছে ৬৪ রকমের ধান চাষ।
সেখানে উৎপাদিত ফসলের গুনগত মান ও ফলন হয়েছে ব্যাপক হারে।আরো এক বছর এই চাষ করা হবে এলাকার জমিগুলিতে।পরবর্তীতে জেলার সব জায়গার কৃষকদের এই ব্যাপারে উৎসাহিত করা হবে।
আরও পড়ুনঃ পানীয় জলের প্ল্যান্ট থেকে তাজা বোমা উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584