নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ
শুক্রবার মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকায় পথ চলা শুরু করলো বিশিষ্ট বাচিক শিল্পী শিক্ষিকা জয়া মুখার্জির উদ্যোগে গঠিত আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র ” আবৃত্তি অঙ্গন”।ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই আবৃত্তি প্রশিক্ষণ উদ্বোধন করেন মেদিনীপুরের বর্ষীয়ান বাচিক শিল্পী দম্পতি অমিয় পাল ও মালবিকা পাল। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পার্থ পান্ডা।
আরও পড়ুনঃ যাত্রাগান প্রতিযোগিতায় গোবিন্দের ভূমিকায় দর্শকদের তাক লাগিয়ে দিলেন শিশুশিল্পী প্রিয়ম চন্দ্র
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল,বাচিক শিল্পী সুতনুকা মিত্র মাইতি, রত্না দে, নরোত্তম দে,ইন্দ্রানী দাশগুপ্ত, অংশুমান দাসগুপ্ত, সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, নৃত্যশিল্পী সুজয়া হালদার, সংস্কৃতিপ্রেমী মঙ্গলাশীষ হালদার, সমাজকর্মী সমর মুখার্জি, শিক্ষক পার্থ মন্ডল, সংস্কৃতিপ্রেমী পার্থ দত্ত,সোমা মন্ডল প্রমুখ। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আবৃত্তি অঙ্গনের কর্ণাধার জয়া মুখার্জি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584