বেপরোয়া লরির গতিতে ধূলিস্যাৎ দুটি দোকান, এলাকায় চাঞ্চল্য

0
31

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

রাতের অন্ধকারে রাস্তার ধারে দুটি দোকানকে একেবারে ভেঙে গুঁড়িয়ে দিল চালবোঝাই একটি লরি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বড়সাকোতলা এলাকায়।

Accident | newsfront.co
দোকান ভেঙে গুড়িয়ে গেছে। নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমানের দিক থেকে একটি চালবোঝাই লরি বাঁকুড়ার দিকে যাচ্ছিল। সে সময়ে রাতের অন্ধকারে সোনামুখী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বড়সাকোতলায় রাস্তার ধারে থাকা দু’টি দোকানকে লরিটি দুমড়ে-মুচড়ে দেয়। এরপর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ড্রেনে আটকে যায়।

আরও পড়ুনঃ জলঙ্গীতে উদ্ধার দুই জার তাজা সকেট, এলাকায় চাঞ্চল্য

জানা গেছে, গতিবেগ এতটাই তীব্র ছিল যে লরির সামনের একাংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, ওই এলাকায় একজনের দশকর্মা-স্টেশনারি দোকান ছিল এবং অন্যজনের চায়ের দোকান ছিল। দোকান ভেঙে যাওয়ায় রুজি রোজগারের পথটাই বন্ধ হয়ে গেছে। এখন কীভাবে তাদের সংসার চলবে তাই ভেবে পাচ্ছেন না তারা।

চন্দন ব্যানার্জী নামে ক্ষতিগ্রস্ত এক দোকানের মালিক জানান, আমরা চাইছি আমাদের যা ক্ষতি হয়েছে তা পূরণ করে দিতে হবে। দোকানে কিছুই নেই, দোকান পুরোপুরি ভেঙে ড্রেনের মধ্যে আটকে পড়ে আছে ।

ক্ষতিগ্রস্ত অপর এক দোকানদার কালিপদ বাগদির স্ত্রী বাড়ি বাগদী বলেন, আমার দোকানে যা মাল ছিল, সব কিছু নষ্ট হয়ে গেল। ছেলেমেয়েদের নিয়ে এখন কীভাবে সংসার চলবে বুঝে উঠতে পারছি না।

ঘটনাস্থল পরিদর্শনে যান সোনামুখী পৌরসভার পৌরপিতা সুরজিৎ মুখোপাধ্যায়। পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here