নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
এবারে পরীক্ষা শেষ হওয়ার ৭৪ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ। সোমবার সকাল দশটায় বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে মেধা তালিকা প্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।এই বছর পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি, শেষ হয় ১৩ মার্চ। উচ্চমাধ্যমিকে এই বার পাশের হার ৮৬.২৯ শতাংশ,গত বছর ছিল ৮৩.৭৫ শতাংশ।এবছর ছেলেদের পাশের হার ৮৭.৪৪ শতাংশ,মেয়েদের পাশের হার ৮৫.৩০ শতাংশ।পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর,দ্বিতীয় স্থানে কলকাতা,তৃতীয় পশ্চিম মেদিনীপুর।
উচ্চ মাধ্যমিকে এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ১৬ হাজার ২৪৩ জন । যা গত বছরের তুলনায় প্রায় ৯ হাজার বেশি ।
সংসদের ইতিহাসে প্রথমবার প্রথম ১০ জনের মেধাতালিকায় স্থান পেয়েছে ১৩৭ জন।৯০ শতাংশের বেশি পেয়েছেন ৭ হাজার ৮১৮ জন।
যুগ্ম প্রথম-শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মন ৪৯৮
দ্বিতীয়-সংযুক্তা বসু (মেয়েদের মধ্যে প্রথম) তন্ময় মেইকাপ,ঋতম নাথ,স্বর্ণদীপ সাহা, মহম্মদ মাসুম আখতার, অনাতপ মিত্র ৪৯৬
তৃতীয়- বর্ণালী ঘোষ, সুক্রিয় চক্রবর্তী মৃণ্ময় মণ্ডল, সুপ্রিয় শীল ৪৯৪
চতুর্থ- আকাশ রক্ষিত,ঐতিহ্য সাহা, রাকেশ দে, শ্রমণ জানা, শ্রেয়সী সরকার,কমল দাস ৪৯১
পঞ্চম- অভিজিৎ সাহু, রত্নদীপ সেন, সৌরভ কাবারী, তীর্থরাজ রায়, শীর্ষেন্দু ঘোষ, পুষ্পেন্দু খান, সূর্যতপ বসু, সাগর সরকার, সত্যম কর, প্রত্যয় দে, বীরেশ্বর ঘোষ, সহিতাগ্নি চক্রবর্তী,অনিবার্ণ খাঁড়া, অর্ক দাস, ৪৯১
ষষ্ঠ- পল্লব ঘোষ, কিরণ মণ্ডল, মোজাম্মেল হক, স্বর্ণজিৎ পোদ্দার, অর্পণ দাস, তিতলি মুখোপাধ্যায়, সপ্তর্ষি রায়, সৌম্য সামন্ত, ধ্রুব মিত্র, স্নিগ্ধা বর্ধন, অত্রি বিশ্বাস, শঙ্খদীপ বেরা, অর্ধেন্দু মৌলি ঘোষ, স্বর্ণেন্দু পাল, ময়ুখমালি দাস, সায়ন বন্দ্যোপাধ্যায় ৪৯০
সপ্তম- সুনয়ন সরকার, শফিদা খাতুন, সৈতক বেরা, স্বপ্নময় গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল রায়, সায়ন্তন মুখোপাধ্যায়, রাজীব হাজরা, শুভ্রশঙ্কর দত্ত, অয়ন মজুমদার, রূপম দে, মৈনাক মান্না, শ্রীজিতা দাস, দেবারুণ সিংহ, সৌতম ভট্টাচার্য, সৌম্যদীপ কালরা
অষ্টম -সৌম্যদীপ পাড়িয়া , গৌরব সিংহ , রাতুল সামন্ত , নীলমণি সাহা , সৃজিতা ঘােষ , শুভদ্বীপ নন্দী , নৌরিন খাতুন , দেবজ্যোতি পাল , শুভম মাইতি , স্বপ্ননীল সেন , দেবপ্রিয় সেন , মধুরিমা দত্ত , অয়ন চক্রবর্তী , আদিত্য বসু , কাজি ফৈয়াজ আহমেদ , সায়ন্তন সাহা,অভিজ।
নবম- ঈশিতা পাণ্ডে , শুভম পাল , ঋতপ্রিয় প্রধান , সােমা সাহা , কৌস্তভ চক্রবর্তী , প্রিয়া মুরলী , সূর্যতপা সাঁতরা , মৈনাক জানা , অস্মিতা চট্টোপাধ্যায় , প্ৰিতিলতা রাজবংশী , সৌম্যদ্বীপ খাঁ , সুমন মাহাত,সােমলগ্না।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক মেধা তালিকায় ঝাড়গ্রামের ২
দশম -কমল শাহ,কোমল সিং , সাগর চন্দ,শ্রেয়া সরকার , ধ্রুব নন্দী,অর্পণ বন্দ্যোপাধ্যায় , দ্বীপপ্রকাশ বসু,সুনন্দ মণ্ডল , আরজু সুলতানা,ঋতজিৎ সেন , প্ররােব্ৰিতা মণ্ডল , অনুপম পাল , সুশােভন দাস , রৌম্যজিৎ সরকার,অগ্নিভ দাস,অনন্যা সিনহা,অয়নীল নন্দী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584