ফের বস্তাবন্দী কচ্ছপ উদ্ধার

0
75

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

ফের মালদহ থেকে প্রায় ২৯১টি কচ্ছপ উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ।সোমবার ইংরেজবাজার শহরের হ্যান্টা কালি মোড় এলাকায় রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় বস্তা বন্দি আবস্থায় কচ্ছপগুলি।এদিন উদ্ধার কচ্ছপগুলি জেলা বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

recover backed turtle | newsfront.co
নিজস্ব চিত্র

প্রতিদিনের মত সোমবার সকালে ইংরেজবাজার শহরের বিভিন্ন এলাকায় টহলদারী দিচ্ছিল একটি পুলিশের টিম।৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় কর্মরত পুলিক কর্মীরা হ্যান্টাকালী মোড় এলাকায় রেল লাইনের ধারে বেশ কিছু বস্তা পড়ে থাকতে দেখে। সন্দেহ হওয়ায় পুলিশ কর্মীরা সেগুলি তদন্ত করে দেখে। বস্তা খুলতেই বেরিয়ে আসে প্রচুর কচ্ছপ।পুলিশ বস্তা গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সুত্রে জানা গিয়েছে এদিন মোট ৯ টি বস্তা উদ্ধার হয়েছে। বস্তা গুলির মধ্যে ছিল প্রায় ২৯১ টি কচ্ছপ। পরে সেগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বন দপ্তরের এক কর্তা বলেন, উদ্ধার কচ্ছপগুলি মূলত উত্তরপ্রদেশ থেকে পাওয়া যায়। কেউ বা কারা এগুলি বিক্রির জন্য চোরা পথে নিয়ে আসে।

আরও পড়ুন: উপেক্ষার বেড়াজালে ‘মা মাটি মানুষ’এর রচয়িতা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here