নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আন্তর্জাতিক বন্যাপ্রাণ পাচার চক্রের পাণ্ডা প্যাঙ্গোলিনের চামড়া সহ গ্ৰেপ্তার এক । ভূটানে পাচারের পথে ৩১ নং জাতীয় সড়কের কালচিনি ভাণ্ডানি সেতুর এলাকা থেকে গ্ৰেপ্তার হল কুমারগ্ৰামের বাসিন্দা ওমপ্রকাশ শা।
জানা গেছে, গতকাল সন্ধ্যািয় গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় বনদপ্তের কোদালবস্তি রেঞ্জ কালচিনি ভাণ্ডানি সেঁতু এলাকায় অভিযান চালায় আলিপুরদুয়ার থেকে জয়ঁগা গামী একটি মোটরবাইক আটক করে বনকর্মীরা। ধৃত ওমপ্রকাশ শা কে বনকর্মীরা ধরে ফেলে। একটি প্লাস্টিকের বস্তার মধ্যে করে প্যা ঙ্গোলিনের চামড়া পাচার করছিল বলে জানা গেছে বন দফতর সূত্রে।
আরও পড়ুনঃ মালদা টাউন স্টেশনে রেলের পার্ক সংস্কারে দূর্নীতির অভিযোগ
কোদালবস্তি রেঞ্জ অফিসার ধীরাজ কামি জানান, “মূলতঃ প্যা ঙ্গোলিনের চামড়া ভুটান হয়ে চিন বা ভিয়েতনামে পাচার হয়। এটা ও পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এরা আন্তর্জাতিক পাচার চক্রের সাথে যুক্ত আছে । অভিযুক্তকে আজ আলিপুরদুয়ার কোর্টে তোলা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584