ঝাড়খন্ডের চুরি যাওয়া সামগ্রী মালদহ থেকে উদ্ধার

0
79

নিজস্ব সংবাদদাতা,মালদহঃঝাড়খন্ডের বোকারো স্টিল প্লান্টের একটি এস বি আই শাখা থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হলো মালদহে। সোমবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ এবং ঝাড়খণ্ড পুলিস যৌথভাবে অভিযান চালিয়ে ইংরেজবাজার থানার জহরপুর এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২কেজি ১০০ গ্ৰাম সোনা ও নগদ ১৭ হাজার টাকা। ধৃত মহিলার নাম, ফিরদৌসি বিবি (৩৮)। এস বি আই ব্যাঙ্কের শাখা থেকে ৭৭২ টি লকার ভেঙে কয়েক কোটি টাকার সোনা রুপোর গয়না এবং নগদ টাকা চুরি যায়। এর আগেও চুরির সামগ্রী উদ্ধার হয়েছে মালদায়। গত ২৬ মার্চ ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরের একটি সোনার দোকানে হানা দিয়ে সেখান থেকে উদ্ধার হয়েছে পাঁচটি সোনার বিস্কুট প্রতিটির ওজন ১০০ গ্রাম করে। এছাড়া উদ্ধার হয়েছিল ৬০ হাজার টাকা নগদ। ২০১৭সালের ২৬ ডিসেম্বর এস বি আয়ের একটি শাখার ৭৭২ টি লকার ভেঙে কয়েক কোটি টাকার সোনা রুপোর গয়না এবং নগদ টাকা চুরি যায়। ঝাড়খণ্ডের পুলিশ গোটা ঘটনা তদন্তে নেমে জানতে পারে চুরি যাওয়া মাল মালদা পাচার করা হয়েছে এরপরই মালদা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঝাড়খণ্ড পুলিস। ধৃতর স্বামী হাসান আলীর খোজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতকে মঙ্গলবার জেলা আদালতে তুলে ঝাড়খন্ড পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here