লকডাউনের মধ্যে কর্মী নিয়োগ, তদন্তের নির্দেশ

0
95

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

লকডাউনের মধ্যে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান -এর বিরুদ্ধে বেআইনিভাবে কর্মী নিয়োগের অভিযোগ উঠেছে। ব্লক উন্নয়ন দফতরে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন ব্লক উন্নয়ন আধিকারিক। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতে।

malda development block | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান উকিল মণ্ডলের বিরুদ্ধে বেআইনিভাবে কর্মী নিয়োগের অভিযোগ উঠেছে। লকডাউন চলাকালীন নির্মাণ সহায়কের সাহায্যকারী হিসেবে এক কর্মীকে নিয়োগ করা হয়। ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্যের অভিযোগ বেআইনিভাবে প্রধান কর্মী নিয়োগ করেছেন।

আরও পড়ুনঃ খড়্গপুরে হাসপাতালের ক্যান্টিন ইনচার্জ সহ ৩ জনের করোনা সংক্রমণ

পঞ্চায়েতের আধিকারিক উজ্জ্বল মিত্র জানিয়েছেন, পঞ্চায়েত কোনভাবেই কর্মী নিয়োগ করতে পারেনা। যদিও বিজেপি প্রধান উকিল মন্ডলের দাবি, প্রধান ইচ্ছে করলেই কর্মী নিয়োগ করতে পারেন। বেআইনি কর্মী নিয়োগের বিরুদ্ধে ব্লক উন্নয়ন দফতরে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ব্লক উন্নয়ন আধিকারিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here