নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শ্রমিকদের বিভিন্ন দাবির ভিত্তিতে বৃহস্পতিবার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীপাড়া সহকারী শ্রম আধিকারিককে স্মারক লিপি দিল পশ্চিমবঙ্গ কৃষক ক্ষেতমজুর কমিটি।এদিন বিভিন্ন চা বাগান থেকে প্রায় দুই শতাধিক পুরুষ ও মহিলা শ্রমিক কর্মসূচিতে অংশ নেন।শ্রমিকদের বকেয়া সহ বিভিন্ন দাবির সমর্থনে এ এল সি অফিসের সামনে স্লোগান দেন শ্রমিকরা।পরে সংশ্লিষ্ট সমিতির রাজ্য কমিটির সদস্যা অনুরাধা তরোয়ালের নেতৃত্বে শ্রম আধিকারিকের হাতের স্মারক লিপি তুলে দেওয়া হয়।অনুরাধা তরোয়াল বলেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রাপ্য বকেয়া এখনো শ্রমিকরা পায় নি। এছাড়া ছয়হাজার শ্রমিকের গ্রাচুইটি বাকী রয়েছে।শ্রমিকদের মজুরীর বৈষম্য রয়েছে তা দূর করতে হবে,বন্ধ লংকা পাড়া বাগানে ফাউলাই চালু সহ বিভিন্ন দাবিগুলি অবিলম্বে কার্যকরী করতে হবে বলে জানান তিনি।সহকারি শ্রম আধিকারিক রাজু দত্ত বলেন শ্রমিকদের কাছ থেকে স্মারক লিপি পেয়েছি।তা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: গেট খোলার দাবীতে ব্যবসা বনধে মিশ্র সাড়া
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584