মোদীর জন্য মমতা লাল কার্পেট পেতে দিয়েছে সাংবাদিক সম্মেলনে সেলিম

0
106

নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জঃ

ভুয়ো, জাল সার্টিফিকেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সরকারি স্ট্যাম্প মেরে দিলেন ভেজাল পি এইচ ডি’র সরকার ”  কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের সাম্প্রতিক ঘোষনা প্রসঙ্গে আজ এই মন্তব্য করেন সিপিএম সাংসদ তথা পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। আজ রায়গঞ্জে সিপিএম জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা তুলে দেওয়া প্রসঙ্গে রাজ্য সরকারকে তোলাবাজির সরকার বলে আখ্যা দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ করে কলেজ বিশ্ববিদ্যালয়ে গুন্ডারাজ, মস্তানিরাজ কায়েম করছে শাসকদল তৃনমূল এমনই অভিযোগ করেন  সিপিএম নেতা সেলিম।

নিজস্ব চিত্র

তার বক্তব্য রাজ্য সরকারের এই শিক্ষানীতির ফলে পঠন পাঠন শিকেয় উঠেছে সমস্ত কলেজের। অপরদিকে রাজ্যে বিজেপির উত্থান প্রসঙ্গে মহম্মদ সেলিম তৃনমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়কেই দায়ী করে বলেন, এরাজ্যে মোদী লাইন চালাতে মমতা মোদীর জন্য লাল কার্পেট বিছিয়ে রেখেছেন বলে অভিযোগ করেন সিপিএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। এরাজ্যেও দিদির কল্যানেই বিজেপির বাড়বাড়ন্ত বৃদ্ধি পেয়েছে, অথচ গোটা দেশে বিজেপি প্রায় অর্দ্ধেক হয়ে গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here