জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
করোনা মহামারীতে রাজ্যের বিভিন্ন যায়গায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ভলেন্টিয়ার্স। এবার সালারেও সিপিএমের যুব সংগঠনের পক্ষ থেকে গত রবিবার রাজ্যে ২৫ জন যুবককে নিয়ে সালার রেড ভলেন্টিয়ার্সের কমিটি গঠন করা হল।
উল্লেখ্য এই রেড ভলেন্টিয়ার্স কেবলমাত্র বামপন্থী নয়, রয়েছে বিভিন্ন সংগঠনের যুবকরা। যারা এলাকার মানুষদের যে কোনো বিপদে এগিয়ে আসবে। সালার রেড ভলেন্টিয়ার্সরা আজ সালারের বিভিন্ন এলাকায় যথা হিন্দু পাড়ার সবজি বাজারসহ বিভিন্ন দোকান এবং এটিএম মেশিন যেখানে মানুষের নিত্য চলাফেরা সেই সমস্ত জায়গায় স্যানিটাইজেশনের কাজ শুরু করল।
আরও পড়ুনঃ ‘যশ’-এর মোকাবিলায় তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে রূপনারায়ন তীরবর্তী এলাকায় প্রস্তুতি
এর পাশাপাশি এলাকায় ঘুরে ঘুরে মানুষকে করোনা এবং ‘যশ’ সম্পর্কে সচেতন করল তারা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সালার রেড ভলেন্টিয়ার্স সম্পাদক জাহাঙ্গীর সেখ বলেন “করোনা বা ‘যশ’ নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, আমরা বলছি আতঙ্ক নয়, সতর্ক থাকুন, যে কোনো সমস্যা হলে রেড ভলেন্টিয়ার্স কর্মীদের জানান সাধ্যমত সাহায্য করা হবে।”
এই বিপর্যয় মোকাবিলা চলাকালীন সালার রেড ভলেন্টিয়ার্স অফিস সবসময় খোলা থাকছে, এছাড়া চালু থাকছে হেল্পলাইন। তাছাড়া সোশ্যাল সাইডের মাধ্যমে তাদের ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে সহজেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ কোভিড যুদ্ধে ‘জঙ্গলমহল উদ্যোগ’র বিশেষ প্রয়াস
প্রসঙ্গত মুর্শিদাবাদ জুড়ে রেড ভলেন্টিয়ার্সের পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন আর এই মহত কাজকে বিডিও থেকে থানা প্রশাসন সাধুবাদ জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584