আগামী বর্ষার আগেই সংস্কার হতে চলেছে কাটোয়ার ফেরিঘাট গুলি

0
239

শ্যামল রায়,কাটোয়াঃ
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার সাথে নদিয়া ও মুর্শিদাবাদ সহ একাধিক জেলার যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে ফেরিঘাট। নদিয়ার সাথে যোগাযোগ রয়েছে কাটোয়ার ফেরি ঘাট।তাই দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে এইসকল ফেরিঘাটের সংস্কার না হওয়ায় যাত্রী পরিষেবার ব্যাঘাত ঘটছে।অভিযোগ যে দীর্ঘদিন ধরে কাটোয়া শহরের কেতুগ্রামের শাকাই ফেরিঘাটে জেটিটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।
ভাঙ্গা যেটির উপর দিয়েই যাতায়াত করতে হয় যাত্রীদের।প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে ফেরিঘাটের যাত্রীদের জন্য বিভিন্ন ফেরিঘাটের উন্নতি করা হবে এবং সেই সাথে নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখে আরো ব্যাপক উন্নয়নের পথে হাঁটছে আধিকারিকরা।ফেরি ঘাটে যাত্রীদের জন্য সিসি ক্যামেরা,লাইভ জাকেট,পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ড্রপ গেট এবং প্রতীক্ষালয় না থাকলে সেগুলো তৈরি করে দেয়া হবে।

ferry ghat of katwa 2
ভাঙা জেটি দিয়ে নদী পারাপার করছেন যাত্রী। নিজস্ব চিত্র

জানা গিয়েছে যে ইতিমধ্যেই এই সকল ঘাটের উন্নয়নে পাঁচ থেকে দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্যের পরিবহন দপ্তর।কাটোয়া মহকুমার স্ট্যান্ডার অপারেটিং প্রসিডিউর কুন্দলাল তাম তা ইতিমধ্যেই বিভিন্ন ঘাট পরিদর্শন করেছেন এবং তিনি জানিয়ে দিয়েছে যে ঐ সকল ঘাটের উন্নয়নে টাকা বরাদ্দ করা হবে।আগামী বর্ষার আগে যাতে এই সমস্ত উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করা যায় তিনি আশ্বস্ত করেছেন যাত্রীদের কে।তবে তিনি আরো জানিয়েছেন যে কেতুগ্রামের শাখাই ঘাটের জেটির বিষয়ে পরিবহণ দপ্তরের কাছে আবেদন জানালে তিনি বিষয়টি দ্রুত সংস্কারের তোড়জোড় শুরু করে দেবেন।কেতুগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধক্ষ সুজিত মজুমদার জানিয়েছেন যে “শাখাই ঘাটের ক্ষতিগ্রস্ত জেটির দ্রুত সংস্কার অবশ্যই দরকার।আমরা খুব শীঘ্রই পরিবহণ দপ্তরের কাছে লিখিত আবেদন জানাবো।”

আরও পড়ুনঃ মন্তেশ্বরে মৎসজীবীদের মাছের চারা ও চুন বিতরণ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here