মনিরুল হক, কোচবিহারঃ
ছাত্র নেতা মাজিদ আনসারি খুনের ঘটনায় ধৃত মহম্মদ কলিম ওরফে মুন্না খানের জামিনের আবেদন নাকচ করল আদালত। মুন্না খানের জামিনের জন্য তার আইনজীবীরা জেলা সেশন জার্জের কাছে আবেদন জানায়। আজ ওই আবেদন খারিজ করে দেন বিচারক ফিরোজা খাতুন।গত ১৩ জুলাই কলেজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে আহত হন ছাত্র নেতা মাজিদ আনসারি।২৫ জুলাই শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷
মাজিদকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ১৩ জুলাই রাতেই সাতজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।অভিযোগ ওঠে দুষ্কৃতীদের মদত দিয়েছিল মুন্না খান। মাজিদের মৃত্যুর পরেই গ্রেফতার হয় মুন্না খানকে।ইতিমধ্যে পুলিশের হাতে ধরা পড়েছে অন্য অভিযুক্তরা।আজ আদালত তার জামিনের আবেদন নাকচ করায় ফের তাঁকে জেলে হেপাজতে যেতে হল।
আরও পড়ুনঃ মেদনীপুর শহরে জেলা কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584