নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
উপযুক্ত ডকুমেন্ট দিয়ে সিম কার্ড নেওয়ার জন্য আবেদন না জানিয়েও এক উপভোক্তার নামে ছয়টি সিম নেওয়ার রেজিস্ট্রেশন হয়ে আছে। ‘মেঘ না চাইতেই বৃষ্টি’ সম এরকম ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল ব্লকের বসন্তপুরে।
গত ২১ নভেম্বর ডোমকলের বসন্তপুর এলাকার আলাহামদু মন্ডল, ডোমকলের পুরনো বিডিও মোড়ে অবস্থিত দেশের প্রথম সারির একটি নেটওয়ার্ক পরিষেবার অফিসে গিয়ে জানতে পারেন এখনও অবধি তাঁর নামে ছয়টি সিম কার্ডের আবেদন করা হয়েছে, যেখানে তিনি নিজে থেকে কখনওই ওই নেটওয়ার্কের সিমের জন্য আবেদন করেননি।
এই ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই আকাশ ভেঙে পড়েছে উপভোক্তা আলাহামদু মন্ডলের মাথায়। পাশাপাশি দুশ্চিন্তাও বেড়েছে অনেক, কারণ বেশির ভাগ ক্ষেত্রেই জানা যায়, ভুয়ো সিম কার্ড অথবা নকল কাগজপত্র দ্বারা সংগৃহীত সিম কার্ড যে কোনও অপরাধমূলক-অসামাজিক কাজকর্ম করার জন্যই ব্যবহার হয়ে থাকে।
আরও পড়ুনঃ টাকা তুলতে নিরাপত্তাহীনতা, ক্ষোভে এটিএম এ তালা দিল এলাকাবাসী
আপাতত উপভোক্তা ডোমকল পুলিশ স্টেশনে একটা ডায়েরি করেছেন। ব্যাপারটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ডোমকল থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584