শুভদীপ ভট্টাচার্য্য, বহরমপুরঃ
অপরিকল্পিত উপায়ে গড়ে তোলা কাশিমবাজার স্টেশন এর নিত্যযাত্রীরা দৈনন্দিন ভোগান্তির শিকার হন। স্টেশনের অনতিদূরেই টিকিট কাউন্টার কিন্তু টিকিট কেটে ট্রেন ধরতে পার হতে হয় ওভারব্রিজ। ওভারব্রিজ না টপকে ট্রেন ধরবার কোনো উপায় নেই। সেক্ষেত্রে টিকিট কাউন্টার থেকে প্ল্যাটফর্মের দুরত্ব অনেকখানিই। যে প্ল্যাটফর্মে টিকিট কাটেন যাত্রীরা, সেই প্ল্যাটফর্মে দাঁড়ায় না ট্রেন। যার ফলে কেবলই টিকিট কাটতে একজন যাত্রীকে টিকিট কাউন্টারে পৌঁছতে, পেরোতে হয় ওভারব্রিজ।
যেন সামান্য বিশল্যকরণী’র প্রয়োজনে সমগ্র পাহাড় বহনের কান্ড। কিন্তু সরকারী এ পরিকল্পনার ত্রুটির, মাশুল গুনছেন নিত্যযাত্রীরা। তীব্র রোদ বা অঝোর বর্ষাতে রীতিমত বিপাকে পড়তে হয় যাত্রীদের। দীর্ঘ লাইনের পর অবশেষে যখন টিকিট পান তারা,তারপর পোহাতে ওভারব্রিজের হয়রানি। এতে রীতিমত ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। এই অপরিকল্পিত উপায়ে স্টেশন গড়ে তোলায় অসুস্থ রোগী বা বয়স্করা চুড়ান্ত অসুবিধার মুখে পড়েছেন। হার্টের পেশেন্ট বা গর্ভবতী মহিলাদের পক্ষে ওভারব্রিজ টপকে ট্রেন ধরা রীতিমত কষ্টকর এবং বিপদজনকও। এ অবস্থার স্থায়ী সমাধানে আন্দোলন গড়ে তুলতে রেলওয়ে যাত্রী সুরক্ষা কমিটির তরফে কিছু বিক্ষোভ ডেপুটেশনও অনুষ্ঠিত হয়েছে ইতিপূর্বে।
কিন্তু সুরাহা হয়নি। ক্ষোভ এবং বঞ্চনা নিয়েই যাত্রা করেন নিত্যযাত্রীরা। সুরাহার আশু প্রয়োজনে যাত্রীরাও নানা প্রকারেই জানিয়েছেন তাদের সমস্যা। তাতেও ফল কিছু হয়নি। এখন কেবলই তাদের অনুরোধে সাড়া দিয়ে রেল কর্তৃপক্ষের সুরাহার উদ্দেশ্যে পদক্ষেপ গ্রহণের দিকেই তাকিয়ে যাত্রীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584