মহবুল হক, সামসি, মালদা
জামাআতে ইসলামী হিন্দ মালদা জেলার তত্ত্বাবধানে এবং হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আজ রতুয়া 1নং ব্লকের চাপড়া গ্রামে নির্মিত পরিশ্রুত পানীয় জল প্রকল্প ও বন্যা বিধ্বস্ত লোকদের পুনর্বাসন প্রকল্পের 13টি বাড়ির উদ্বোধন করা হল। প্রকল্পগুলির উদ্বোধন করেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ মৌসম বেনজির নূর।
মৌসম বেনজির নূর তাঁর বক্তব্যে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই ধরনের প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে ভুয়োসী প্রশংসা করেন, সেই সাথে এই রকম প্রকল্প বাস্তবায়নে আগামী দিনে প্রয়োজনে সর্বদা সবরকম সহযোগিতা করা ও পাশে থাকার আশ্বাস দেন। অবশ্য গ্রামটি সবদিক থেকে পিছিয়ে রয়েছে: খাড়ি- নদীবেষ্টিত গ্রাম, রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন, শিক্ষার হার খুবই কম। দূষিত পানীয় জলের কারণে বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে। নদীতে একটি ব্রীজ হলেও তা চালু করার কোনো ব্যবস্থা হয়নি।বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃত্ব উপস্থিত থাকলেও তাঁরা কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি ব্রীজ চালুর ব্যাপারে।
দিল্লিস্থিত হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক টি আরিফ আলি বলেন –“আমাদের সংস্থার একটি প্রকল্প ‘গ্রামীণ দোস্তী’-র অধীনে এই কাজগুলো সারা ভারতবর্ষে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পে বিভিন্ন রাজ্যের প্রত্যন্ত এলাকার অনুন্নত গ্রামগুলিকে চিহ্নিত করে তার সবরকম সমস্যাকে দূর করার ক্ষেত্রে সরকারী প্রকল্পের খোঁজ খবর নেওয়া ও গ্রামবাসীদের সচেতন করার মাধ্যমে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার কাজ করা হয়। এই প্রকল্পের অধীন আজ চাপড়া গ্রামকে আগামী পাঁচ বছরের মধ্যে রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা,স্বাস্থ্য পরিবেশ সবরকম সুবিধা উপলব্ধ করানো হবে।”
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী সমর মুখার্জি, মালতিপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সী, দিল্লিস্থিত হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক টি. আরিফ আলি, ইউথ ফোরামের সলিল ইব্রাহীম, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গ কো-অর্ডিনেটর মাসুদ আলাম, জামাআতে ইসলামী হিন্দের বিভাগীয় রাজ্য সম্পাদক মাওলানা আব্দুল মান্নান ও জার্জিশ আলী, জেলা সভাপতি জিল্লুর রহমান, অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মাহবুবুল হক এছাড়া এলাকার আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584